

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আফগান ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরান বলেছিলেন বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। আফগানদের বিপক্ষে হারের পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষ সহজ নাকি কঠিন এই হিসাব করতে নারাজ আফগান সুপারস্টার রাশিদ খান।
আগামীকাল (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। শ্রীলঙ্কাকে উড়িয়ে ফুরফুরে মেজাজে আফগানরা, অন্যদিকে বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ আফগানদের প্রতিনিধিত্ব করেন রাশিদ খান। সেখানে তাকে প্রশ্ন করা হয় দাসুন শানাকার মতো তিনিও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মনে করেন কিনা।
উত্তরে রাশিদ খান বলেন, ‘আমাদের জন্য আমরা কখনো ভাবি না কোন দল ছোট, কোন দল বড়। ক্রিকেটে আপনি তা বলতে পারেন না। খেলার ফল আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমি মনে করি আমাদের জন্য প্রতিটি প্রতিপক্ষই কঠিন এবং তাদের আপনাকে সিরিয়াসলি নিতে হবে। ক্রিকেটার হিসাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে, এটাই কেবল আমরা ক্রিকেটাররা করতে পারি। আগামীকাল যদি আমরা হংকংয়ের বিপক্ষে খেলি তাহলে আমাদের যে প্রস্তুতি থাকবে, ভারতের বিপক্ষে খেললেও একই প্রস্তুতি থাকবে। প্রস্তুতির ক্ষেত্রে এটা ক্রিকেটার বা দলের প্রস্তুতি, বাকি সব একই থাকে।’
দুবাইয়ে শ্রীলঙ্কাকে দাপট দেখিয়েই হারিয়েছে মোহাম্মদ নবির দল। তবে শারজাহতে কন্ডিশন ভিন্ন হবে বলছেন রাশিদ। সাকিব আল হাসান দলের অধিনায়ক বলে বাংলাদেশ দলের সুবিধা বলছেন তিনি। রাশিদ অবশ্য জানেন নিজেদের কি করতে হবে সাকিবদের বধ করতে।
রাশিদ বলেন, ‘আগামীকাল ভিন্ন এক কন্ডিশনে খেলা হবে। শারজাহর কন্ডিশন ভিন্ন হবে। হ্যাঁ, সাকিব এখন অধিনায়ক, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও। তার মত ক্রিকেটাররের দলকে নেতৃত্ব দেওয়া অনেক সাহায্য করে। একই সাথে আমরা কখনো এটা ভাবতে পারি না কি হলে কি হবে। আমরা কেবল প্রসেসের মধ্য দিয়ে যেতে পারি। আমরা ক্রিকেটারদের মাথায় কেবল এটাই আছে। আমাদের কেবল এটাতেই ফোকাস করতে হবে। আমরা জানি কাল কি করতে হবে। এটা আমাদের হাতে আছে, কি হলে কি হবে তা আমাদের হাতে নেই।’