

জিম্বাবুয়ে সফরে গেলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে, তবে আঙুলের চোটে সিরিজের মাঝপথেই দেশে ফেরেন। সার্জারি শেষে মাঠে ফেরার অপেক্ষায় উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এখনো পিন খোলা হয়নি আঙুলের, এই যন্ত্রণার চেয়ে মাঠে ফিরতে না পারার যন্ত্রণাই বেশি দিচ্ছে তাকে।
মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় সোহানকে। কিন্তু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে দেশের বিমানে উঠতে হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের সাথে মিস হয় ওয়ানডে সিরিজও।
দেশে ফিরে সিঙ্গাপুরে করানো হয় অস্ত্রোপচার। চোট পাওয়া আঙুলের এক্স-রে হয়েছে আজ (২৯ আগস্ট)। রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। মিরপুরে মেডিকেল বিভাগের সাথে দেখা করতে আসা সোহান কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথেও।
নিজের চোট ও ফেরার অপেক্ষা নিয়ে বলেন, ‘সার্জারি করা হয়েছে, ভেতরে পিন রয়েছে এখনো। কিন্তু আমার কাছে মনে হয় ওটা খুব বেশি পেইন আমাকে দিচ্ছে না। মাঠে ফিরতে পারছি না এটা বেশি পেইন দিচ্ছে। এক মাসের মতো হয়ে গেছে এখনো ব্যাটও ধরতে পারিনি। এটা আসলে খুব কষ্টের। আজকে একটা এক্স-রে হয়েছে, রিপোর্ট আল্লাহর রহমতে ভালো।’
নিজে এখনো মাঠে নামতে পারেননি। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ফিট হওয়া শর্ত সাপেক্ষে তার নাম রেখেছিল নির্বাচকরা। কিন্তু শেষ মুহূর্তেও ফিট না হওয়ায় তাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিমানে চড়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
নিজে যেতে না পারলেও সতীর্থদের নিয়ে দারুণ আশাবাদী সোহান। আগামীকাল (৩০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মোকাবেলা করবে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া আফগানিস্তানকে।
সোহান বলেন, ‘ আফগানিস্তান খুব ভালো প্রতিপক্ষ এর মানে এই না যে আমরা জিততে পারবো না বা এরকম কিছু। আশা করি একটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে। মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে।’