

এশিয়া কাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে পড়েন পাকিস্তানের অন্যতম সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। কাগজে-কলমে স্কোয়াডে না থাকলেও দলের সাথেই এতোদিন তিনি ছিলেন দুবাইয়ে। টিম হোটেল ছেড়ে আজ আফ্রিদি গেলেন লন্ডনে, সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলবে পুরোদমে।
গত শ্রীলঙ্কা সফরে আফ্রিদি চোট পেয়েছিলেন। ডান পায়ের (হাটুর লিগামেন্ট) চোটে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শাহীন শাহ আফ্রিদিকে। শুধু এশিয়া কাপই নয় ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার সার্ভিস পাবে না দল। আফ্রিদি কামব্যাক করতে না পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ জানিয়েছে, শাহীন শাহ আফ্রিদি লন্ডনে চলে গেছেন। সেখানেই তিনি তার পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পিসিবির চিফ মেডিকেল অফিসার নাজিবুল্লাহ সুমরো আফ্রিদি ইস্যুতে বলেন,
‘শাহীন শাহ আফ্রিদির নিরবচ্ছিন্নভাবে, নিবেদিত হাঁটু বিশেষজ্ঞের যত্ন প্রয়োজন। লন্ডন বিশ্বের সেরা ক্রীড়া চিকিৎসা এবং পুনর্বাসন সুবিধা প্রদান করে। খেলোয়াড়ের স্বার্থে আমরা তাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল বিভাগ লন্ডনে থাকাকালীন আফ্রিদির অগ্রগতি সম্পর্কে প্রতিদিনই আপডেট পাবে এবং আমরা নিশ্চিত যে শাহীন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিটনেসে ফিরে আসবে।’
লন্ডনে থাকাকালীন আফ্রিদি পিসিবির মেডিকেল অ্যাডভাইজরি প্যানেলের তত্ত্বাবধানে থাকবেন, যার মধ্যে লন্ডন-ভিত্তিক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং ডাঃ জাফর ইকবালও রয়েছেন।
২০১৬ সাল থেকে, ডাঃ ইমতিয়াজ কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবের মেডিকেল সার্ভিসের প্রধান। আর ডাঃ জাফর ২০১৫ সাল থেকে ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের স্পোর্টস মেডিসিনের প্রধান (তিনি আগে টটেনহ্যাম হটস্পার এফসি, লিভারপুল এফসি এবং কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে কাজ করেছেন)।
চলতি বছরই অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফ্রিদি সম্পূর্ণ ফিটনেস ফিরে পাবে বলে আশা করছে পিসিবি। যদিও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের সিদ্ধান্ত পিসিবি মেডিকেল উপদেষ্টা প্যানেল দ্বারা নির্ধারিত হবে।