নাসিম-রিজওয়ানকে নিয়ে শঙ্কা নেই

নাসিম-রিজওয়ানকে নিয়ে শঙ্কা নেই
Vinkmag ad

মোহাম্মদ রিজওয়ান এবং নাসিম শাহ দুবাইয়ের উষ্ণ আবহাওয়ার কারণে সামান্য ক্র্যাম্পে ভুগছেন। তবে বাকি এশিয়া কাপে খেলা চালিয়ে যেতে পারবেন বলেই আশা করা হচ্ছে।

গতরাতে ভারতের বিপক্ষে ম্যাচে এই দুই পাক ক্রিকেটার সামান্য চোটে পড়েন। তরুণ পেসার নাসিম বল হাতে এদিন চোট পান। দীর্ঘ সময় মাঠে পড়েছিলেন। ম্যাচে অবশ্য কোটার স্পেল পূর্ণ করেন।

ভারত জিতলেও ম্যাচে দারুণভাবে নজর কাড়েন নাসিম শাহ। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট দখলে নেন। ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে বোল্ড করেন ১৪২ কিমি/ঘণ্টার ডেলিভারিতে। এরপর সুরিয়াকুমার যাদবকে আউট করে আসেন আলোচনার শীর্ষে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

ইনিংসের শেষ দিকে ক্র্যাম্পের সাথে লড়াই করেও যেভাবে তিনি নিজের ওভার সম্পূর্ণ করেন তা এককথায় কুর্নিশযোগ্য। গতি আর সুইং দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বিব্রত করেছেন। তবে তার চোট বড় মনে হচ্ছে না পাক ম্যানেজমেন্টের। দৌড়ে রান নেওয়ার সময় পায়ে আঘাত পান ব্যাটার রিজওয়ানও। তাকে নিয়েও নেই শঙ্কা।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

গ্রুপ পর্বে পাকিস্তানের পরের ম্যাচ হংকং এর বিপক্ষে। দলের সেরা খেলোয়াড়দের নিয়েই সেরা একাদশ সাজাতে পারবে বাবর আজমের দল। 

৯৭ ডেস্ক

Read Previous

হার্দিকের সামনে বল করতে এসে চাপে ছিল নওয়াজ

Read Next

কোহলি-হার্দিকের সঙ্গে ‘মারো মুঝে মারো’ খ্যাত সাকিব

Total
3
Share