লজ্জার হারের মধুর প্রতিশোধ নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাস!

লজ্জার হারের মধুর প্রতিশোধ নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাস!
Vinkmag ad

মরুদেশে পাক-ভারত যুদ্ধ থামল শেষ ওভারের নায়কীয়তায়। রাজার মতো লড়াই করে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হারের বদলা নিল ভারত। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি এই জয়। ভারতীয় ক্রিকেটের জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ক্রিকেট সংশ্লিষ্ট তারকারা।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত। বোলিংয়ে ভুবনেশ্বর, হার্দিক, আর্শদীপ নজর কাড়লেন। ছন্দ ধরে রেখে ব্যাট হাতেও রীতিমতো আগুন ঝরিয়েছেন হার্দিক পান্ডিয়া। তার দাপটের কাছেই হেরে যায় পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ভারতের এমন রোমাঞ্চকর জয়ের পর খুশি প্রাক্তন ভারতীয় থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট তারকারা। ম্যাচের পর সেই দৃশ্যই ধরা পড়ে টুইটারে।

দেখে নিন টুইটার প্রতিক্রিয়া:

 

 

৯৭ ডেস্ক

Read Previous

হার্দিকের দাপটে ভারতের রোমাঞ্চকর জয়

Read Next

হার্দিকের সামনে বল করতে এসে চাপে ছিল নওয়াজ

Total
4
Share