

এশিয়া কাপের ম্যাচে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়ার ক্যামিও ইনিংসে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতের ৫ উইকেটের রোমাঞ্চকর জয়। বল হাতে ৩ উইকেট শিকারের পর ১৭ বলে ৩৩* করে হার্দিক পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
জাদেজা-হার্দিক জুটিতে মধুর বদলা ভারতের। কিন্তু শেষ ওভারে এসে মোহাম্মদ নওয়াজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে চাইলেও হার্দিকের অতিমানবীয় ব্যাটিয়ের সামনে যেন সব কিছুই উদ্দেশ্যহীন। শেষ ৩ বলে দরকার ৬ রান! পরের বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে হার্দিক মাতলেন উদযাপনে। ৩৩ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। যাতে বল খরচ করেছেন কেবল ১৭টি। ব্যাট হাতে হার্দিকের আত্মবিশ্বাসই মূলত সবকিছুকে হারিয়ে দিয়েছে।
Undoubtedly Man of The Match
Hardik Pandya, Whatta Player! #PAKvIND #INDvPAK #AsiaCup #AsiaCup2022 pic.twitter.com/L1HHwoB32R
— Cricket97 (@cricket97bd) August 28, 2022
পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের ২য় বলেই বোল্ড লোকেশ রাহুল। একেবারে শূন্য হাতে রাহুলকে ফেরান নাসিম শাহ। ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা ভিরাট কোহলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালান রোহিত।
কিন্তু ব্যক্তিগত ১২ রানে রোহিতের বিদায়ে ভাঙে ৪৯ রানের জুটি। ছন্দে ফিরতে মুখিয়ে থাকা কোহলি ভালো শুরু করেও থামেন ৩৫ রানে। ৩ চার ও ১ ছয়ে ৩৪ বলের এই ইনিংস থামান মোহাম্মদ নওয়াজ। ৩ রানের ব্যবধানে নেই দুই সেট ব্যাটার।
নাসিম শাহ ফের অ্যাটাকে ফিরতেই বোল্ড সুরিয়াকুমার যাদব। ১৮ বল খেলে ১৮ রানের বেশি করতে পারেননি স্কাই। জাদেজা-হার্দিকের ব্যাটে চড়ে জয়ের বন্দরের দিক এগোয় ভারত।
এশিয়া কাপের মঞ্চে এসে, বিশ্বকাপের ম্যাচে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ মিস করেননি হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ নওয়াজের করা শেষ ওভারের প্রথম বলেই বোল্ড ৩৫ রান করা জাদেজা। কিন্তু হার্দিকের দাপটে দুই বল বাকি থাকতেই টার্গেট টপকায় ভারত। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের ৫ উইকেটের জয়। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ম্যাচের তৃতীয় ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১০ রানে ভুবনেশ্বরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক বাবর আজম। তিনে নামা ফকর জামানও (১০) এদিন ব্যাট হাতে ব্যর্থ। আবেশ খানের বলে পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন নিজেই।
রিজওয়ানের সঙ্গে জুটি গড়ে কিছুটা স্বস্তি এনে দেন ইফতিকার আহমেদ। তবে আউট হওয়ার আগে ইফতিখার ২৮ রানের বেশি করতে পারেননি। ৪২ বলে ৪৩ রানের ধীরগতির এক ইনিংস খেলেন রিজওয়ান।
দ্রুতই ফেরত যান খুশদিল, শাদাব, নওয়াজ। হারিস রউফ ১৩ রানে অপরাজিত থাকেন। শেষদিকে শাহনওয়াজ দাহানি ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার মতো সংগ্রহ। ১৯.৫ ওভারে ১৪৭ রানে পাকিস্তান অল আউট হয়ে যায়।
বল হাতে ভুবনেশ্বর কুমার একে একে তুলে নেন মোট চারটি উইকেট। হার্দিক তুলে নেন তিনটি উইকেট। তরুণ আর্শদীপের দখলে যায় ২ উইকেট। এছাড়া আবেশ খান নেন এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৪৭/১০ (১৯.৫ ওভার) বাবর ১০, রিজওয়ান ৪৩, ফখর ১০, ইফতিখার ২৮, খুশদিল ২, শাদাব ১০, আসিফ ৯, হারিস ১৩*, দাহানি ১৬; ভুবনেশ্বর ২৬/৪, হার্দিক ২৫/৩, আর্শদীপ ২/৩৩, আবেশ ১/১৯
ভারত: ১৪৮/৫ (১৯.৪ ওভার) রোহিত ১২, রাহুল ০, কোহলি ৩৫, সুরিয়াকুমার ১৮, জাদেজা ৩৫, হার্দিক ৩৩*, কার্তিক ১*; নওয়াজ ৩/৩৩, নাসিম ২/২৭
ফলাফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: হার্দিক পান্ডিয়া (ভারত)।