আফগান বধে বিজয়-মুশফিকদের রাখতে হচ্ছে বড় ভূমিকা

মিরাজের কণ্ঠে লিটনের সুর
Vinkmag ad

শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। এই আফগানদের বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে টাইগাররা, এমনটা মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছেন জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিবে দুই দলের ব্যাটাররা।

আগামী ৩০ আগস্ট শারজাহতে খেলবে আফগানিস্তান-বাংলাদেশ। সেখানকার উইকেটে স্পিনাররা পাবে বাড়তি সুবিধা। কিন্তু দুই দলেই আছে ভালো মানের স্পিনার। যদিও রাশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবুর রহমানদের নিয়ে গড়া আফগান স্পিনাররা একটু এগিয়েই থাকার কথা। বিপরীতে বাংলাদেশ দলে সাকিব আল হাসান ছাড়াও, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদরা দারুণ কার্যকর।

স্পিন নির্ভর উইকেটে দুই দল সমান সুবিধা পাবে বলছেন মিরাজ। তাই ব্যাটারদের ভালো পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে।

আজ (২৮ আগস্ট) অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অলরাউন্ডার জানান,

‘একটা জিনিস দেখেন আমরা যে সুবিধা পাবো ওরাও সেই সুবিধা পাবে কারণ ওদের স্পিন আক্রমণ ভালো। আমাদেরও আলহামদুলিল্লাহ স্পিন আক্রমণ ভালো। সুতরাং দেখতে হবে কারা ওই উইকেটে ভালো ব্যাটিং করছে। যারা ভালো ব্যাটিং করবে তাদের পক্ষে ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

‘শারজাহতে যদি আমরা ভালো ব্যাটিং করে তাহলে আমাদের পক্ষে আসবে, ওরা ভালো ব্যাটিং করলে ওদের পক্ষে যাবে। এখানে ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং যারা ভালো করবে তাদের জন্য সুবিধা বেশি থাকবে।’

এদিকে ম্যাচ মাঠে গড়ানোর আগে নিজেদের কিংবা প্রতিপক্ষকে ভালো-খারাপ দল বলতে নারাজ মিরাজ। তার মতে মাঠেই প্রমাণ হয়ে যাবে কারা ভালো আর কারা খারাপ।

এ প্রসঙ্গে তার ভাষ্য,

‘আসলে ভালো-খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখেন একটা দল যদি মাঠে খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায় আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। এটা কিন্তু এরকম না যে আমরা খারাপ বা ভালো!’

‘মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ কারণ, যারা ভালো খেলবে দিনশেষে তারাই ম্যাচ জিতবে বাট আমি চাই না যে এই টিম ভালো ঐ টিম খারাপ এমন মন্তব্য করতে। কিন্তু আমি যে জিনিসটা চিন্তা করছি বা আমি যেটা ফলো করি আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে কিন্তু আমরা প্রমাণ দিতে চাই মাঠে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

এশিয়া কাপে আজ ক্রিকেটের সবচেয়ে বড় সংঘর্ষ!

Read Next

হার্দিকের দাপটে ভারতের রোমাঞ্চকর জয়

Total
1
Share