ভারতে আইসিসির সম্প্রচার স্বত্ব পেল ডিজনি স্টার

আইসিসি ও আইএমজি'র গ্লোবাল স্ট্রিমিং চুক্তি
Vinkmag ad

আগামী চার বছরের জন্য ভারতে আইসিসির সম্প্রচার স্বত্ব পেল ডিজনি স্টার। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত পুরুষ ও নারী ক্রিকেটের মোট ৮ প্রতিযোগিতা ভারতে সম্প্রচার করবে এই সংস্থা। টেলিভিশনের সঙ্গে ডিজিটাল সম্প্রচার স্বত্বও পেয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, পরবর্তী চার বছরের (২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত) জন্য যাবতীয় আইসিসি ইভেন্টের টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ত্ব ডিজনি স্টার কিনে নিয়েছে। মূলত ভারতীয় মার্কেটের জন্যই এই সম্প্রচার স্বত্ব কিনেছে ডিজনি স্টার। এ সময়ের মধ্যে পুরুষদের চারটি এবং নারীদের চারটি বৈশ্বিক টুর্নামেন্ট মাঠে গড়াবে।

এক রাউন্ড নিলামের পরই ডিজনি স্টারকে জয়ী হিসাবে ঘোষণা করল আইসিসি। ডিজনি স্টারের কাছে সম্প্রচার স্বত্ব বিক্রির সিদ্ধান্তটি একটি শক্তিশালী টেন্ডার, বিডিং এবং মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে, যা ২০২২ সালের জুনে শুরু হয়েছিল। তবে কত অর্থের বিনিময়ে নিলাম থেকে ডিজনি স্টার সম্প্রচার স্বত্ব পেল, তা প্রকাশ করেনি আইসিসি।

মোট ৮ আইসিসি টুর্নামেন্টের মধ্যে রয়েছে, ২০২৪ এবং ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর পুরুষদের ক্রিকেটের চারটি প্রতিযোগিতা হল ২০২৪ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আসর। 

স্বত্ব বিক্রির প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন,

‘ডিজনি স্টারের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটা সুযোগ পেয়ে আমরা খুশি। আশা করব ওরা আমাদের সদস্য এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন এবং ক্রিকেটের ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেবেন।’

অন্যদিকে ডিজনি স্টারের ভারতীয় ম্যানেজার এবং সভাপতি কে মাধবন বললেন,

‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা যারপরনাই খুশি। আশা করছি, আগামীদিনে আমাদের এই যুগলবন্দি আরও মজবুত হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের আরও বৃদ্ধি হবে।’

৯৭ ডেস্ক

Read Previous

পাক-ভারত মহারণের আগেই রোহিতদের লাগাম নেবেন রাহুল দ্রাবিড়

Read Next

আফগান বাধা টপকাতে পারলে সব ম্যাচই জিতবে বাংলাদেশ: পাপন

Total
6
Share