

ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠেছেন এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই দুবাইতে দলের সঙ্গে যোগ দেবেন। দ্রাবিড় দলে যুক্ত হওয়ায় অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষণ দেশে ফিরে আসছেন।
ভারত-পাক মহারণের আগে কোভিড রিপোর্ট নেগেটিভ এল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের, যোগ দিলেন রোহিত-কোহলিদের সঙ্গে। এটি নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য বড় স্বস্তির খবর। আজ রবিবার দ্রাবিড় ভারতীয় ডাগআউটে থাকবেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।
তিনি ভিভিএস লক্ষণের কাছ থেকে দলের লাগাম নেবেন, যিনি দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতের অভিযানের প্রস্তুতিমূলক পর্বের তত্ত্বাবধানে নেমেছিলেন।
গত সপ্তাহে (২৩ আগস্ট) রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে তিনি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে এনসিএ প্রধান ভিভিএস লক্ষণকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে পাঠানো হয়েছিল এশিয়া কাপ মিশনে।
দ্রাবিড় ফেরায় ভিভিএস লক্ষ্মণ ব্যাঙ্গালোর চলে যাবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তিনি ভারত ‘এ’ দলের সাথে যোগ দেবেন। নিউজিল্যান্ড এ’ এর বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ শুরু হচ্ছে, ১ সেপ্টেম্বর থেকে।
আজই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। যে ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাক-ভারত লড়াই।