

এশিয়া কাপের শুরুর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তা পায়নি শ্রীলঙ্কা। একপেশে ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দাসুন শানাকার দল। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বাচামরার ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ (১ সেপ্টেম্বর)। যদিও শানাকা বলছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেক সহজ হবে।
মূলত বাংলাদেশ ও আফগানিস্তানের বোলিং লাইন আপের কথা মাথায় রেখে এই কথা বলেন শানাকা।
রাশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের সঙ্গে যুক্ত হয়েছেন ফজলহক ফারুকী, নাভিন উল হকরা।
অন্যদিকে বাংলাদেশে বিশ্বমানের বোলারের অভাব লক্ষ্যনীয়। আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ইস্যুকেই সামনে এনে শানাকা জানান বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে।
শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই ভালো, তারা বিশ্বমানের। যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমরা জানি ফিজ (মুস্তাফিজুর রহমান) খুবই ভালো বোলার। এবং সাকিব বিশ্বমানের। এই দুইজন ছাড়া তাদের বোলিং লাইন আপে বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেক বেশি সহজ ম্যাচ হবে।’
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নুয়ানিন্দু ফার্নান্দো, ধানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, দীনেশ চান্দিমাল, আসেন বান্দারা, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও নুয়ান থুশারা।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড-
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদী, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, উসমান গনি, সামিউল্লাহ শিনওয়ারি, আফসার জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, করিম জান্নাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নুর আহমেদ, ফরিদ আহমেদ মালিক ও রাশিদ খান।