দাপুটে জয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

featured photo updated v 16
Vinkmag ad

১ম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের চরম প্রতিশোধ নিলো ইংল্যান্ড। ম্যানচেস্টারে ২য় টেস্টে মাত্র ৩ দিনেই এক ইনিংস ও ৮৫ রানের জয় পেয়েছে ইংলিশরা।

বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি।

৫৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন কিগান পিটারসেন ও রাসি ভ্যান ডার ডুসেন। ৮৭ রানের চমৎকার জুটিতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এ দুইজন।

তবে বাধা হয়ে দাঁড়ান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। দুই ইনফর্ম ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ইংলিশদের জয়ের পাল্লা ভারী করেন স্টোকস।

২৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট পড়ে যাওয়ায় ১৭৯ রানে যবনিকাপাত ঘটে প্রোটিয়াদের। সর্বোচ্চ ৪২ রান পিটারসেনের। ডুসেন করেন ৪১ রান।

ইংলিশদের পক্ষে ওলি রবিনসন ৪টি, জেমস অ্যান্ডারসন ৩টি ও বেন স্টোকস ২টি উইকেট নেন।

সেঞ্চুরির পাশাপাশি ২ ইনিংসে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান স্টোকস।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসঃ ১৫১/১০ (৫৩.২), এলগার ১২, এরউই ৩, পিটারসেন ২১, মার্করাম ১৪, ডুসেন ১৬, ভেরেইন ২১, হারমার ২, মহারাজ ০, রাবাদা ৩৬, নরকিয়া ১০, এনগিডি ৪*; অ্যান্ডারসন ১৫-৪-৩২-৩, ব্রড ১১-১-৩৭-৩, রবিনসন ১৪-০-৪৮-১, স্টোকস ৭-০-১৭-২, লিচ ৬.২-১-১১-১

ইংল্যান্ডের ১ম দিন শেষেঃ ৪১৫/৯ (ডিক্লেয়ার্ড) (১০৬.৪), লিস ৪, ক্রলি ৩৮, পোপ ২৩, রুট ৯, বেয়ারস্টো ৪৯, স্টোকস ১০৩, ফোকস ১১৩*, ব্রড ২১, রবিনসন ১৭, লিচ ১১; রাবাদা ২৩-২-১১০-২, এনগিডি ১৮-৩-৬১-১, নরকিয়া ২০-১-৮২-৩, মহারাজ ২২.৪-৪-৭৮-২, হারমার ২৩-৪-৭৩-১

দক্ষিণ আফ্রিকার ২য় ইনিংসঃ ১৭৯/১০ (৮৫.১), এরউই ২৫, এলগার ১১, পিটারসেন ৪২, মার্করাম ৬, ডুসেন ৪১, ভেরেইন ১৭*, হারমার ১৬, মহারাজ ২, রাবাদা ২, নরকিয়া ০, এনগিডি ০; অ্যান্ডারসন ১৫-৪-৩০-৩, রবিনসন ১৫.১-৩-৪৩-৪, ব্রড ১৩-৫-২৪-১, স্টোকস ১৪-৩-৩০-২

ফলাফলঃ ইংল্যান্ড এক ইনিংস ও ৮৫ রানে জয়ী

ম্যাচ সেরাঃ বেন স্টোকস (ইংল্যান্ড)।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়া কাপে সাকিবের ডেপুটি হলেন আফিফ

Read Next

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেক সহজ হবে বলছেন শানাকা

Total
3
Share