লঙ্কানদের উড়িয়ে বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

লঙ্কানদের উড়িয়ে বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
Vinkmag ad

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিল আফগানিস্তান। পাঁচবারের শিরোপা জয়ীরা এবার কোন রকম পাত্তাই পায়নি মরুদেশে। ১০৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা, মাত্র ১০.১ ওভারে সহজেই টার্গেট টপকায় গুরবাজ-জাজাইরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ফারুকি-মুজিবদের বোলিং তোপের সামনে পড়ে ইনিংসের ২ বল বাকি থাকতে ১০৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।

ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন পেসার ফজল হক ফারুকি। পরের ওভারেই নাভিন উল হকের পালটা আঘাত। স্কোরবোর্ডে পাঁচ রান ওঠতেই নেই ৩ উইকেট। এরপর গুনাথিলাকা-রাজাপাকসের জুটিতে কিছু পথ এগোয় শ্রীলঙ্কা।

টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে (৩৮), দানুশকা গুনাথিলাকা (১৭) আর চামিকা করুণারত্নে (৩১) ছাড়া আর কেউ ছুঁতে পারেনি দুই অংকের ঘর। তিনে নামা চারিথ আসালাঙ্কা, অধিনায়ক দাসুন শানাকা, মাহেশ থিকশানা তো ফিরে যান একেবারেই শূন্য হাতে।

১০৬ রানের টার্গেট টপকাতে নেমে হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজের ওপেনিং জুটিতেই ছিটকে যায় লঙ্কানরা। প্রথম পাওয়ার-প্লে’র ৬ ওভারে আফগানদের সংগ্রহ ৮৩/০। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের দ্বিতীয় ওভারে এসেই রহমানউল্লাহ গুরবাজকে করেন বোল্ড। মাত্র ১৮ বল খেলে ৪ ছয় ও ৩ চারের মারে ৪০ রানের ঝড়ো ইনিংস গুরবাজের ব্যাটে। ভাঙে ৮৩ রানের অনবদ্য ওপেনিং জুটি।

দল জয়ের বন্দরে পৌঁছানোর ঠিক আগে এসে রান-আউটে কাটা পড়েন তিনে নামা ইব্রাহিম জাদরান (১৫)। শেষপর্যন্ত হজরতউল্লাহ জাজাই ৩৭ রানে অপরাজিত থেকে ৮ উইকেটের জয় নিশ্চিত করেন।২৮ বলে ৫ চার ও ১ ছয়ের সাহায্যে সাজানো তার এই ইনিংস।

৫৯ বল হাতে রেখেই আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিল আফগানিস্তান। মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করে ফজলহক ফারুকি পেলেন ম্যাচ সেরার পুরস্কার। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১০৫/১০ (১৯.৪ ওভার) পাথুম ৩, কুশল ২, গুনাথিলাকা ১৭, হাসারাঙ্গা ২, রাজাপাকসে ৩৮, চামিকা ৩১; ফারুকি ৩/১১, নবি ২/১৪, মুজিব ২/২৪,

আফগানিস্তান: ১০৬/২ (১০.১ ওভার) গুরবাজ ৪০, জাজাই ৩৭*, ইব্রাহিম ১৫, নাজিবউল্লাহ ২*; হাসারাঙ্গা ১/১৯

ফলাফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ফজল হক ফারুকি (আফগানিস্তান)

৯৭ ডেস্ক

Read Previous

সাব্বির দলে ফেরায় ভালো লাগছে ওয়াসিম জাফরের

Read Next

এশিয়া কাপে সাকিবের ডেপুটি হলেন আফিফ

Total
10
Share