

জয়রামান মদনগোপাল, এশিয়া কাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচের (আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা) টিভি আম্পায়ার। এমনিতে টিভি আম্পায়ারের ভূমিকা খুবই সামান্য থাকে, তবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় মদনগোপাল।
টসে হেরে আগে ব্যাট করা শ্রীলঙ্কা তখন ধুঁকছে। ১ম ওভারে ৩ রান তুলতেই নেই ২ উইকেট। ফজলহক ফারুকীর বলে সাজঘরে ফিরেছেন কুশল মেন্ডিস (২) ও চারিথ আসালাঙ্কা (০)।
নাভিন উল হকের করা ২য় ওভারের ৫ম বলে ২ রান নেন পাথুম নিসাঙ্কা। তবে বিপত্তি বাধে পরবর্তী বলে। নাভিনের লেগ কাটারে নিসাঙ্কা ব্যাটে বলে করতে পারেন নি। বল সরাসরি যায় উইকেটকিপারের গ্লাভসে।
আফগানদের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেন নিসাঙ্কা। আল্ট্রা এজে তেমন স্পাইক দেখা যায়নি। তবুও জয়রামান মদনগোপাল দেন আউটের সিদ্ধান্তই।
Where is the spike ? “I have not seen something like this” says Sanjay Manjekar as Pathum Nissanka controversially given out #AFGvSL pic.twitter.com/57CHdfBGQe
— Azzam Ameen (@AzzamAmeen) August 27, 2022
সঙ্গত কারণেই এই সিদ্ধান্ত পছন্দ হয়নি নিসাঙ্কার। প্রতিক্রিয়া দেখান মাঠেই। লঙ্কান কোচ ক্রিস সিলভারউড সহ লঙ্কান ডাগআউটের সবাই মানতে পারেননি এই সিদ্ধান্ত।
Never saw any spike on the ultra edge re Pathum Nissanka’s review. Horrible decision by the 3rd Umpire Jayaraman.
— Roshan Abeysinghe (@RoshanCricket) August 27, 2022
Pathum Nissanka was NOT OUT, repeat NOT OUT. #AFGvSL #AsiaCup2022
— Rizwan Ali (@joji_39) August 27, 2022