জ্যোতিদের আক্ষেপে পুড়িয়ে নারী জাতীয় লিগে চ্যাম্পিয়ন সিলেট

জ্যোতিদের আক্ষেপে পুড়িয়ে নারী জাতীয় লিগে চ্যাম্পিয়ন সিলেট
Vinkmag ad

নারীদের জাতীয় ক্রিকেট লিগকে আকর্ষণীয় করতে লটারির মাধ্যমে ভাগ করে দেওয়া হয় বিভাগীয় দলগুলোকে। যার ফল পাওয়া গেছে টুর্নামেন্টজুড়েই, শিরোপা বিজয়ী চূড়ান্ত হয়েছে শেষ রাউন্ডে এসে। টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়ানো এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখলো সিলেট বিভাগ। টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে সিলেটের নারীরা করলো হ্যাটট্রিক।

৭ ম্যাচে সমান ১০ পয়েন্ট সিলেটের সাথে বরিশাল বিভাগেরও। তবে রান রেটে এগিয়ে থেকে সিলেটের নারীরাই হেসেছে শেষ হাসি।

শেষ রাউন্ডের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ঢাকা বিভাগকে ২৩ রানে হারিয়েছে ফাহিমা খাতুন, শামীমা সুলতানার সিলেট বিভাগ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা বিভাগ। আগে ব্যাট করে ছোট ছোট কিছু ইনিংসে ভর করে ৪ উইকেটে ১০৪ রান করে সিলেট বিভাগ। সর্বোচ্চ ২৬ রান আসে ইসমা তানজিমের ব্যাটে। অপরাজিত ১৯ রান মারুফা আক্তারের।

জবাবে ওপেনার ফারজানা হক পিংকির ৫২ রানের পরও ৯ উইকেটে ৮১ রানের বেশি করতে পারেনি ঢাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান যৌথভাবে সুমি আক্তার ও অতিরিক্ত খাতের। খালি হাতে ফেরেন ৫ ব্যাটার।

পাশের সিলেট একাডেমি মাঠে রংপুর বিভাগকে ৭ রানে হারায় বরিশাল বিভাগ। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রান করে বরিশাল। ৪৩ বলে ৪ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান নিগার সুলতানা জ্যোতির ব্যাটে।

২৬ বলে ২৮ রান করেন শারমিন আক্তার সোহা। শেষ দিকে ১১ বলে ১৯ রানে অপরাজিত দিশা বিশ্বাস। রংপুর বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট বাঁহাতি পেসার ফারিহা আক্তার তৃষ্ণার।

জবাবে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় রংপুর বিভাগ। ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৩৬ রান করেন। আরেক ওপেনার সাথী রানী বর্মনের ব্যাটে আসে ১৭ রান। বরিশাল বিভাগের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট দিশা বিশ্বাস ও রাবেয়া খানের।

নারী জাতীয় লিগের রোল অব অনার:

২০২২ – সিলেট
২০১৯ – সিলেট
২০১৮ – সিলেট
২০১৭ – খুলনা
২০১৬ – রাজশাহী
২০১৫ – রংপুর
২০১৪ – খুলনা
২০১৩ – খুলনা
২০১২ – খুলনা
২০১১ – খুলনা
২০১০ – ঢাকা

৯৭ প্রতিবেদক

Read Previous

এশিয়া কাপের উদ্বোধনীতে উন্মাদ লড়াইয়ের আশঙ্কা!

Read Next

মদনগোপালের সিদ্ধান্তে এশিয়া কাপের শুরুতেই বিতর্ক

Total
1
Share