

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আইসিসি রিভিউতে কথা বলার সময় সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম বলেন। দুই পাকিস্তানির সঙ্গে জায়গা পেয়েছে একজন করে ভারতীয়, অজি ও ইংলিশ ক্রিকেটার। ওয়াটসনের মতে, অস্ট্রেলিয়ার মাঠে তারা দাপট দেখাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও বাকি প্রায় দু’মাস। এর মধ্যেই ক্রিকেটাঙ্গণে বাজতে শুরু হয়েছে দামামা। দ্য আইসিসি রিভিউ-এর সর্বশেষ পর্বে কথা বলতে গিয়ে, হোস্ট সানজানা গণেশন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা হোয়াইট-বল প্লেয়ার শেন ওয়াটসনকে অস্ট্রেলিয়ায় বিশ্ব টি-টোয়েন্টি একাদশে খেলার জন্য প্রথম পাঁচজন খেলোয়াড় বেছে নিতে বলেছিলেন।
অজি কিংবদন্তী শেন ওয়াটসন জানিয়েছেন, তার চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার যারা- বাবর আজম, সুরিয়াকুমার যাদব, ডেভিড ওয়ার্নার, জস বাটলার এবং শাহীন শাহ আফ্রিদি।
প্রথমেই শেন ওয়াটসন পাক অধিনায়ক বাবর আজমের প্রসঙ্গে বলেন,
‘বাবর আজম বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান, এবং তিনি জানেন কিভাবে আধিপত্য বিস্তার করতে হয়। তিনি বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে দ্রুত রান করেন।’
ওয়াটসনের চোখে দ্বিতীয়জন হলেন সুরিয়াকুমার যাদব। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাবর আজমের পরে দ্বিতীয় স্থানটা সুরিয়ার দখলেই।
‘সে অবিশ্বাস্যভাবে ভাল ব্যাটিং করছে, এবং সে আমার নম্বর ২ নম্বর বাছাই হবে।’
‘তিন নম্বর ডেভিড ওয়ার্নার’, ওয়াটসন বলেছেন।
‘ওয়ার্নার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন, অজিদের জয়ের জন্য, এবং দিল্লি ক্যাপিটালসের জন্য (আইপিএলে) দুর্দান্তভাবে রানও করেছেন। হোম গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের চিহ্ন তৈরি করতে তার ভেতরে আগুন থাকবে। সে লড়াইয়ের জন্য প্রস্তুত।’
ইংলিশ তারকা ব্যাটার জস বাটলারকে নিজের চতুর্থ বাছাইয়ে রাখেন ওয়াটসন। এবং বাটলারকে নিয়ে ওয়াটসনের বক্তব্য,
‘আইপিএল চলাকালীন, অনেকবারই, কেউ তাকে আউট করতে পারেনি। যখন সে ফর্মে থাকে, এবং সে ফর্মে আছেও, তখন টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে আউট করা প্রায় অসম্ভব। তিনি বিশ্বের সেরা বোলারদের যেখানে খুশি সেখানে খেলতে পারেন। এবং সে অস্ট্রেলিয়ার কন্ডিশন সত্যিই ভালো করে জানে, বিগ ব্যাশ খেলেছে এবং কয়েক বছর আগে যখন আমি তার সাথে সিডনি থান্ডারে খেলেছিলাম তখন খুব ভালো করেছিল। সুতরাং জস বাটলার আধিপত্য বিস্তার করতে চলেছেন।’
আর শেষ একজন হলেন শাহীন শাহ আফ্রিদি। ওয়াটসনের সেরা পাঁচে জায়গা পাওয়া একমাত্র বোলার।
‘উইকেট নেওয়ার জন্য শাহীন আফ্রিদির বিশেষ কিছু ক্ষমতা আছে। আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি যে তার সেই ক্ষমতা, কিভাবে একেবারে নতুন বলে সেরা ব্যাটসম্যানদের আউট করতে হয়। আমি খুব অবাক হব যদি সে সত্যিই অস্ট্রেলিয়ান কন্ডিশনে দারুণ কিছু করতে না করে, সুইং, গতি এবং বাউন্স দেখতে চাই।’
‘তার সাথে আমার একমাত্র উদ্বেগের বিষয় হল, সে যদি শুরুতে উইকেট না নিতে পারে, তাহলে সে কিছুটা পিছিয়ে পড়বে। কিন্তু আমি নিশ্চিত যে সে এটা নিয়ে কাজ করছে। সে এখানে আধিপত্য না দেখালে আমি অবাক হব।’