

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন অব্দি ১৩ জন ক্রিকেটার ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। ১৩২ ম্যাচ নিয়ে সবার উপরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার- মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
১৩ জনের তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৩ নম্বরে, পাকিস্তানের মোহাম্মদ হাফিজের সমান ১১৯ টি ম্যাচ খেলেছেন তিনি। মুশফিকুর রহিম খেলেছেন গুনে গুনে ১০০ টি ম্যাচ।
টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি পুর্ণ করতে ১ টি করে ম্যাচ লাগবে ভারতের ভিরাট কোহলি ও বাংলাদেশের সাকিব আল হাসানের।
সমান ৯৯ টি করে ম্যাচ খেলেছেন এই দুইজন। ৯৯ ম্যাচে ৩৩০৮ রানের সাথে কোহলির আছে ৪ উইকেট। সাকিব ৯৯ ম্যাচে রান করেছেন ২০১০, উইকেট নিয়েছেন রেকর্ড ১২১ টি।
সবকিছু ঠিক থাকলে আসন্ন এশিয়া কাপেই টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করবেন এই দুইজন। ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে আছে ভিরাট কোহলির নাম। এখনো বাংলাদেশের স্কোয়াড ঘোষণা না হলেও সেখানে সাকিব আল হাসান যে থাকবেন তা অনুমিতই।
এশিয়া কাপে ২৮ আগস্ট এ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু ভারতের। সেই ম্যাচে সেরা একাদশে থাকলেই ১০০ তম ম্যাচ খেলা ১৪ তম ক্রিকেটার হবেন ভিরাট কোহলি, রোহিত শর্মার পর ২য় ভারতীয়।
View this post on Instagram
৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেললে সাকিব হবে ১০০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ১৫ তম ক্রিকেটার।
এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দিপক হুদা, রিশাব পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং ও আবেশ খান।
স্ট্যান্ডবাই- শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল ও দীপক চাহার।