এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রীত বুমরাহ

জাসপ্রীত বুমরাহ
Vinkmag ad

এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি বিশ দিনেরও কম সময়। স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কা। পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা পেসার জাসপ্রীত বুমরাহ।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং ভারতীয় দলের সূত্র জানিয়েছে যে, বুমরাহ বেশ কিছুদিন ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন এবং নির্বাচকরা এশিয়া কাপের জন্য তাকে বাছাই করে ঝুঁকি নেবেন না। তবে আশা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলে যোগ দেবেন তিনি।

বুমরাহ সবশেষ ভারতের জার্সিতে মাঠে নামেন ওয়ানডেতে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ জুলাই লর্ডসে। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত আট ম্যাচের সাদা বলের দুই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

এশিয়া কাপে বুমরার দলে না থাকা ভারতের জন্য দুশ্চিন্তার বিষয়। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলার হারশাল প্যাটেলও ইনজুরিতে, বুমরাহর মতো তিনিও খেলেননি উইন্ডিজ সিরিজে। বাইরে থাকতে হবে লম্বা সময়।

এই দুই অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হতে পারে তরুণ আর্শদীপ সিংয়ের। গত মাসে তার টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে বেশ চিত্তাকর্ষক ছিলেন। খুব বেশি চমক থাকার সম্ভাবনা নেই এমন স্কোয়াডে তাকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফেরার সম্ভাবনা রয়েছে পেসার দীপক চাহারেরও।

এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ তারিখ আজ (৮ই আগস্ট)।

৯৭ ডেস্ক

Read Previous

সিঙ্গাপুরে অস্ত্রোপচার হল সোহানের, ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে!

Read Next

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

Total
1
Share