

মারকুইনো মিন্ডলের পাঁচ উইকেটের সুবাদে প্রথম চারদিনের টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের করা ১৬৭ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দিন শেষ করেছে ২ রান পিছিয়ে থেকে, তবে হাতে আছে তাদের আরও ৭টি উইকেট। নতুন দিনে জশুয়া ডা সিলভার দল ছুটবে বড় লিডের দিকে।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দায়িত্বশীল মেজাজে উইন্ডিজের দুই ওপেনার। বাংলাদেশি বোলাররা উইকেটের কোন সুযোগই তৈরি করতে পারেনি। ত্যাগনারাইন চন্দরপল আর জেরেমি সোলোজানোর উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। ইনিংসের ৩১তম ওভারে এসে বাংলাদেশ পেল উইকেটের দেখা। রেজাউর রহমান বোল্ড করেন ৩২ রান করা সোলোজানোকে।
ফিফটির খুব কাছে থাকলেও রান আউটে কাটা পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয় চন্দরপলকে (৪৮)। তিনে নামা কেসি কার্টিকে শিকারে পরিণত করেন স্পিনার নাইম হাসান। ব্যক্তিগত ৩৭ রানে যখন কার্টি সাজঘরে ফেরেন তখন উইন্ডিজের সংগ্রহ ১৩৫।
এরপর আর কোন বিপদ ঘটতে দেননি অধিনায়ক জশুয়া ডা সিলভা আর উইকেটকিপার টেভিন ইমলাচ। দু’জনেই বেশ স্বাচ্ছন্দে দিনের খেলা শেষ করে আসেন। সিলভা ১৪* ও ইমলাচ ২৩ রানে অপরাজিত। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ১৬৫, ম্যাচের তৃতীয় দিন তারা দলকে এনে দিতে চাইবেন বড় লিড।
এর আগে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬৭ রানে। মারকুইনো মিন্ডলে আর জাস্টিন গ্রিভসের পেসে টালমাটাল বাংলাদেশের ব্যাটিং লাইন। মারকুইনো ৫৯ রান খরচায় তুলে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া গ্রিভসের ঝুলিতে গেল তিনটি।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২য় দিন সকালে মোহাম্মদ মিঠুন ৪২, আর নাইম হাসান ২৪ রান নিয়ে ক্রিজে আসেন। ফিফটি হাঁকিয়ে সঙ্গে সঙ্গেই বিদায় নেন অধিনায়ক মিঠুন। দিনের দ্বিতীয় ওভারে বল হাতে এসেই মারকুইনো মিন্ডলের আঘাত, থামে বাংলাদেশ অধিনায়কের ইনিংস।
এরপর নাইম হাসানকে (২৭) লেগ বিফোরের ফাঁদে ফেলে মারকুইনো প্রথম শ্রেণীর ক্রিকেটে তুলে নেন পাঁচ উইকেট। রেজাউর রহমান রাজা ব্যক্তিগত ১৩ রানে আউট হতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের।
সংক্ষিপ্ত স্কোর: (২য় দিন শেষে)
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১৬৭/১০ (৬০.৫ ওভার) জয় ০, সাদমান ১৭, সাইফ ২০, ফজলে ১, জাকির ৭, জাকের ৩, মিঠুন ৫০, নাইম ২৭, রেজাউর ১৩; মিন্ডলে ৫/৫৯, গ্রিভস ৩/২৬, লুইস ১/৭, জেরেমিয়াহ ১/২৯
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ১৬৫/৩ (৬৩ ওভার) চন্দরপল ৪৮, সোলোজানো ৩২, কার্টি ৩৭, জশুয়া ১৪*, ইমলাচ ২৩*; নাইম ১/৩২, রেজাউর ১/৪৯
প্রথম ইনিংসে ২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।