৬ষ্ঠ ব্যাটার হিসাবে হেনড্রিক্সের চারে চার

৬ষ্ঠ ব্যাটার হিসাবে হেনড্রিক্সের চারে চার
Vinkmag ad

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিক্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ৬ষ্ঠ ব্যাটার হিসাবে টানা চার ৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন রেজা হেনড্রিক্স। তাতে প্রোটিয়ারা আইরিশদের হারায় ১ম ম্যাচে।

৩২ বছর বয়সী হেনড্রিক্সের জন্য এটি টানা ৪র্থ ফিফটি (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৪ ফিফটি করে হেনড্রিক্স যুক্ত হলেন কিংবদন্তিদের তালিকায়।

যেখানে আগে থেকে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলামের মত তারকা ক্রিকেটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৪ ফিফটি করা ব্যাটার-

ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড)- ২০০৮,২০০৯
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ২০১২
ক্রেইগ উইলিয়ামস (নামিবিয়া)- ২০২১
রায়ানখান পাঠান (কানাডা)- ২০২১
গুস্তব ম্যাককিওন (ফ্রান্স)- ২০২২
রেজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)- ২০২২।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭, ৫৩ ও ৭০ রানের ইনিংস খেলেন রেজা।

৯৭ ডেস্ক

Read Previous

লড়াই করেও প্রোটিয়াদের হারাতে পারল না আয়ারল্যান্ড

Read Next

টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক হবার বিবেচনায় ‘৪’ জন

Total
1
Share