

জিম্বাবুয়ের বিপক্ষে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দল গঠন হয়। তবে আসেনি প্রত্যাশিত সাফল্য। সিরিজ হারের পর নির্বাচকদেরও কাঠগড়ায় তুলছে কেউ কেউ। সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান বলছেন নির্বাচকদের হতে হবে সাহসী। আর এই গুণ না থাকলে পদ ছেড়ে দেওয়া উচিত।
২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটি হেরেছে বাংলাদেশ। ব্যর্থ ছিল মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররা।
সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। তবে চোট পেয়ে দ্বিতীয় ম্যাচের পরই দেশের বিমান ধরেন। তার পরিবর্তে আবারও ডাকা হয় অফ ফর্মের কারণে বিশ্রামে থাকা রিয়াদকে। কিন্তু শেষ ম্যাচের অধিনায়কত্ব পান মোসাদ্দেক হোসেন সৈকত।
দল ও একাদশ সাজানোর এমন প্রক্রিয়ায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে সরাসরি যুক্ত নির্বাচকরা। বলা হয়ে থাকে বাংলাদেশের নির্বাচকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মন্তব্য দ্বারা ভালোই প্রভাবিত হন। যা মোটেও পছন্দ নয় রাকিবুলের।
সাবেক এই ক্রিকেটার আজ (৩ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচকরা যদি সাংবাদিকদের নিয়ে ভয় পায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে কি বলছে একজন নির্বাচক হিসেবে যদি এগুলোকে গুরুত্ব দিতে থাকি, তাহলে কখনও কঠিন সিদ্ধান্ত নিতে পারব না। সিলেকশন থ্যাংকলেস জব, ভালো করলে কেউ আপনার প্রশংসা করবে না… খুব কম।’
‘আপনার যদি কথা বলার সাহস না-ই থাকে, তাহলে আমি মনে করি এসব জায়গায় চাকরি করা ঠিক না। আপনাকে সাহসী হতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো শীর্ষ এক প্রতিষ্ঠানে বসে যখন সাহস দেখাতে পারবেন না, তখন আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।’