

ভারতীয় ব্যাটার সুরিয়াকুমার যাদব যেন উড়ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের উইলোবাজি দেখিয়ে তরতর করে উঠছেন র্যাংকিংয়ের উপরের দিকে। সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যাটারদের তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাব্রাইজ শামসি।
সুরিয়াকুমার যাদব আইসিসি র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে আছেন ৮১৬ রেটিং পিয়েন্ট নিয়ে ২ নম্বরে। শীর্ষে থাকা বাবর আজমের রেটিং ৮১৮। পাকিস্তান অধিনায়কে কাঁধে নিঃশ্বাস ফেলছেন সুরিয়া।
প্রোটিয়া লেগি তাব্রাইজ শামসি গেলবছর এপ্রিল থেকে অক্টোবর অব্দি ছিলেন শীর্ষ বোলার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ১৯ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। এতে ১ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন। শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার রেজা হেনড্রিক্স ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫ নম্বরে। উইন্ডিজ ব্যাটার ব্রেন্ডন কিং এগিয়েছেন ২৯ ধাপ, আছেন ২৭ নম্বরে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ১৩ ধাপ এগিয়ে আছেন ৩১ নম্বরে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর উন্নতি হয়েছে, আছেন যৌথভাবে ৩৭ নম্বরে।
বাংলাদেশের লিটন দাস, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন, ভারতের রিশাব পান্টদের উন্নতি হয়েছে।। উইন্ডিজ স্পিনার আকিল হোসেন ৩ ধাপ এগিয়ে আছেন ৬ নম্বরে। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ১ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার ৩ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। তার সতীর্থ ইশ সোধি ২ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টি-টোয়েন্টি)-
১. বাবর আজম (পাকিস্তান)- ৮১৮
২. সুরিয়াকুমার যাদব (ভারত)- ৮১৬
৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৪
৪. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৮
৫. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭৩১
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭১৬
৭. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৬৬৮
৮. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)- ৬৬১
৯. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৫২
১০. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৪৩
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টি-টোয়েন্টি)-
১. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৯২
২. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭২৮
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭০৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭০২
৫. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৯৮
৬. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৮০
৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৬৮
৮. ভুবনেশ্বর কুমার (ভারত)- ৬৫৩
৯. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫১
১০. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৪৭
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টি-টোয়েন্টি)-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৬৭
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩২
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২২১
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৮৩
৫. রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)- ১৬৯।