

বিগ ব্যাশ লিগের ড্রাফট পুলে নতুন করে ৭১ জন ক্রিকেটারের নাম যুক্ত হয়েছে। সব মিলে এখন অব্দি ড্রাফটে আছে ১৩ দেশের মোট ১৬৯ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের আছেন ৩ জন।
আজ নতুন করে যুক্ত হওয়া ক্রিকেটারের তালিকায় আছেন বাংলাদেশের আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল।
বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে থেকে ক্রিকেটাররা ড্রাফটে যুক্ত হয়েছেন।
এখন অব্দি ড্রাফটে আছেন যারা-
আফগানিস্তান-
নুর আহমেদ, কায়েস আহমেদ, ইজাজ আহমেদজাই, শরফুদ্দিন আশরাফ, ফজলহক ফারুকি, শফিকউল্লাহ গফরি, রহমানউল্লাহ গুরবাজ, হামিদ হাসান, ওয়াকারউল্লাজ ইশাক, রাশিদ খান, জহির খান, নাভিন উল হক মুরিদ, মোহাম্মদ নবি, ইজহারউল্লাহ নাভিদ, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াকার সালামখেইল, হাশমতউল্লাহ শহিদী, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রহমান, হযরতউল্লাহ জাজাই।
JUST IN: the list of #BBL12Draft nominations has reached 169 🤯 with 71 new names from across the globe entering the mix! 🌏 (1/6) pic.twitter.com/Y7Viuw8TNO
— KFC Big Bash League (@BBL) August 3, 2022
বাংলাদেশ-
আল আমিন হোসেন, শফিউল ইসলাম, রিপন মন্ডল।
ইংল্যান্ড-
কলিন অ্যাকারম্যান, রেহান আহমেদ, কাশিফ আলি, টম অ্যালসপ, মার্টিন অ্যান্ডারসন, গুস অ্যাটকিনসন, জশ বাকের, সনি বাকের, জ্যাক বল, জ্যাকব বেথেল, জেমস ব্রেসি, ড্যানি ব্রিগস, হেনরি ব্রুকস, প্যাট্রিক ব্রাউন, ব্রাইডন কার্স, ম্যাথু কার্টার, জর্ডন ক্লার্ক, জো ক্লার্ক, জশ কব, ইয়ান ককবেইন, জর্ডন কক্স, মেসন ক্রেন, ম্যাট ক্রিচলি, স্টিভেন ক্রফট, অ্যালেক্স ডেভিস, লিয়াম ডসন, জো ডেনলি, ব্রেট ডিঅলিভেরিয়া, জ্যাকবস লুইস ডু প্লয়, স্টিফেন এস্কিনাজি, লরি ইভান্স, ম্যাট ফিশার, জেমস ফুলার, জর্জ গার্টন, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, অ্যালেক্স হেলস, মাইলে হ্যামন্স, টম হার্টলি, জ্যাক হেইন্স, ফ্রেডি হেলড্রিচ, টম হেলম, রায়ান হিগিংস, ম্যাক্স হোল্ডেন, অ্যাডাম হোসে, বেনি হাওয়েল, টম কোহলার ক্যাডমোর, ড্যানি ল্যাম্ব, টম ল্যামনবি, ড্যান লরেন্স, জ্যাক লেনিং, জ্যাক লিনটট, লিয়াম লিভিংস্টোন, লুইস ম্যাকম্যানাস, বেন মাইক, তাইমাল মিলস, ড্যানিয়েল মোসলে, স্টিভেন মুলানি, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ক্যালাম পার্কিনসন, ম্যাক পার্কিনসন, ডেভিড পেইন, মাইকেল পেপেরা, ওলি পোপ, ম্যাথু পটস, বেন রেইন, অ্যাডাম রসিংটন, গর্গ স্ম্রিমশো, জন সিম্পসন, প্রেম সিসোধিয়া, নাথান সোটার, মিচেল স্ট্যানলি, ক্যামেরুন স্টিল, ওলি স্টোন, টমি টেইলর, ক্যালাম টেইলর, জ্যাক টেইলর, রিস টপলি, লিয়াম ট্রেভাসকিস, জেমস ভিন্স, পল ওয়াল্টার, জো ওয়েদারলি, রস হুইস্টলি, ক্রিস উড, লুক উড, সাইফ জাইব।
Including a whopping 8️⃣8️⃣ names from England alone 🏴 #BBL12Draft (2/6) pic.twitter.com/hecixImzuO
— KFC Big Bash League (@BBL) August 3, 2022
আয়ারল্যান্ড-
মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি বালবার্নি, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জশ লিটল, পল স্টারলিং, হ্যারি টেক্টর।
নামিবিয়া-
ডেভিড ভিসা।
নেপাল-
স্বন্দ্বীপ লামিচানে।
নেদারল্যান্ডস-
ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, রুলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মিকিরেন।
নিউজিল্যান্ড-
টড অ্যাস্টল, কলিন মুনরো।
Who should your club be taking in the #BBL12Draft? (3/6) pic.twitter.com/SxaXowNO1g
— KFC Big Bash League (@BBL) August 3, 2022
স্কটল্যান্ড-
মাইকেল জোন্স, মার্ক ওয়াট।
দক্ষিণ আফ্রিকা-
ক্রিস বেঞ্জামিন, শেন ড্যাডসওয়েল, মার্চেন্ট ডি লাঙ্গে, ফাফ ডু প্লেসিস, পিটার মালান, মিগায়েল প্রিটোরিয়াস, রাইলি রুশো, ইমরান তাহির, ড্যান ভিলাস।
শ্রীলঙ্কা-
দীনেশ চান্দিমাল, প্রবাথ জয়সুরিয়া, ভানুকা রাজাপাকশে, লাকশান সান্দাকান, মাহিশ থিকশানা।
সংযুক্ত আরব আমিরাত-
বৃত্তিয়া আরাভিন্দ।
যুক্তরাষ্ট্র-
হারমিত সিং বুদ্ধ, উন্মুক্ত চাঁদ, আলি খান।
A huge mix of returning stars amongst some serious talent on the hunt for a BBL debut 👀 #BBL12Draft (4/6) pic.twitter.com/noaWtbfeqx
— KFC Big Bash League (@BBL) August 3, 2022
ওয়েস্ট ইন্ডিজ-
ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কটরেল, মার্ক দেয়াল, ফিদেল এডওয়ার্ডস, চন্দরপাল হেমরাজ, চেমার হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়েরে, কাইরন পোলার্ড, রবি রামপাল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, টিওন ওয়েবস্টার, কেসরিক উইলিয়ামস, নাইম ইয়াং।
জিম্বাবুয়ে-
এডি বাইরুম, টাওনাডা মুয়েয়ে, ব্লেসিং মুজারাবানি, সিকান্দার রাজা।
…and we’re just getting started! #BBL12Draft (5/6) pic.twitter.com/QnOUHWzBq7
— KFC Big Bash League (@BBL) August 3, 2022