

নুরুল হাসান সোহানের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিরিজ জয়ের মিশনে টসে হেরেছেন মোসাদ্দেক।
হারারে স্পোর্টস ক্লাবে প্রথম দুই ম্যাচের ন্যায় এদিনও টসে জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।
প্রথম ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ দুই দলের জন্য অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
দুই দলের একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমনের। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার। নুরুল হাসান সোহানের জায়গায় ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শরিফুল ইসলামের বদলে খেলবেন নাসুম আহমেদ।
View this post on Instagram
জিম্বাবুয়ে একাদশে ঢুকেছেন জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স। বাদ পড়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা শিভাঙ্গা।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
জিম্বাবুয়ে একাদশঃ
রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, জন মাসারা, ভিক্টর নিয়াউচি, ব্র্যাড ইভান্স।