

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। অ্যাঙ্কেলে লিগামেন্ট ইনজুরি থেকে সেরে উঠতে থাকা রাবাদা মিস করতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও।
আগস্ট ১৭ থেকে লর্ডসে শুরু হবে প্রোটিয়াদের টেস্ট সিরিজ। সেখানে দলের প্রাণভোমরা রাবাদাকে নিশ্চিত করেই পেতে চাইবে।
আজ (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায় ২৭ বছর বয়সী রাবাদা অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন।
সেখানে আরও বলা হয় মেডিক্যাল ম্যানেজমেন্ট তার পূনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পাওয়া যাবে কিনা তা জানাবে পরবর্তীতে।
Tags: কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা