

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স তার দীর্ঘদিনের সঙ্গী বেকি বস্টনকে বিয়ে করেছেন। ২৯ জুলাই ব্রায়ন বে তে এক জমকালো অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।
এই জুটির আছে ৯ মাসের এক সন্তান। প্যাট কামিন্সের ছেলের নাম অ্যালবি।
View this post on Instagram
প্যাট কামিন্স ও বেকি বস্টন ২০২০ সালের জুনে নিজেদের বাগদানের ঘোষণা দেন। তারা সিডনির সমুদ্রতীরে বসবাস করলেও বাড়ি আছে নিউ সাউথ ওয়েলসের সাউদার্ন হাইল্যান্ডসে।
কামিন্সের বিয়েতে উপস্তিত ছিলেন তার ঘনিষ্ঠতম বন্ধু কমেডিয়ান অ্যান্ডি লি ও তার বান্ধবী রেবেকা হার্ডিং। অজি ক্রিকেটারদের মধ্যে নাথান লায়ন, ট্রাভিস হেড, টিম পেইন, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জশ হ্যাজেলউডরা উপস্থিত ছিলেন।
View this post on Instagram
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে প্যাট কামিন্স লেখেন, ‘জাস্ট ম্যারিড’। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
নয়া দম্পতিকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেন সবাই।