

রিজা হেনড্রিক্স ও এইডেন মার্করামের হাফ সেঞ্চুরির পর তাব্রাইজ শামসির প্রথমবারের মত ৫ উইকেট প্রাপ্তিতে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ৯০ রানের হারানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে প্রোটিয়ারা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে দক্ষিণ আফ্রিকা। ৫০ বলে ৯ চারে সর্বোচ্চ ৭০ রান করেন হেনড্রিক্স। ৫১ রান আসে মার্করামের ব্যাট থেকে। রাইলি রুশো করেন ৩১ রান।
ইংলিশদের পক্ষে ডেভিড উইলি ৩ উইকেট পান।
পরবর্তীতে প্রোটিয়া বোলারদের কাছে রীতিমত অসহায়ত্ব বরণ করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। মাত্র ১০১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জনি বেয়ারস্টো ২৭ ও জেসন রয় ১৭ রান করেন।
৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন শামসি। এছাড়া অধিনায়ক কেশব মহারাজ ২ উইকেট পান।
ম্যাচ সেরা হন শামসি এবং সিরিজ সেরা হয়েছেন হেনড্রিক্স।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ১৯১/৫ (২০), ডি কক ০, হেনড্রিক্স ৭০, রুশো ৩১, মার্করাম ৫১*, মিলার ২২, স্টাবস ৮; উইলি ৪-১-২৫-৩, মইন ১-০-৪-১, জর্ডান ৪-০-৫২-১
ইংল্যান্ডঃ ১০১/১০ (১৬.৪), রয় ১৭, বাটলার ১৪, মালান ৭, বেয়ারস্টো ২৭, মইন ৩, লিভিংস্টোন ৩, স্যাম কারেন ৯, উইলি ০, জর্ডান ১৪, আদিল ০, টপলি ০*; মহারাজ ৩.৪-০-২১-২, নরকিয়া ২-০-১২-১, শামসি ৪-০-২৪-৫, ফেলুকওয়ায়ো ৪-০-২৩-১, মার্করাম ১-০-৫-১
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৯০ রানে জয়ী, ২-১ ব্যবধানে সিরিজ জয়ী
ম্যাচ সেরাঃ তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
সিরিজ সেরাঃ রিজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)।