

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তবে দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবার পরেই শেষ হল তার জিম্বাবুয়ে সফর। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে যে অন্তত ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সোহান।
অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল নুরুল হাসান সোহানকে। তবে ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলে বার্তা দিয়ে রেখেছিলেন। ২য় ম্যাচে দল জয় পেলেও নিজে পড়লেন ইনজুরিতে।
বাঁহাতের ইনডেক্স ফিঙ্গারে চোট পেয়ে ছিটকে গেছেন সোহান। হারারে স্পোর্টস ক্লাবে ৩১ জুলাই জিম্বাবুয়ের ইনিংসের সময় ফাস্ট বোলার হাসান মাহমুদের বলে কিপিং করতে যেয়ে চোট পান সোহান। পরে পরীক্ষা করে জানা যায় চোট গুরুতরই। মাঠে ফিরতে সময় লাগবে এই উইকেটরক্ষক ব্যাটারের।
বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সনি নুরুল হাসান সোহানের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা সোহানের চোট পাওয়া স্থানে এক্স রে করে দেখেছি, বাঁহাতের ইনডেক্স ফিঙ্গারে ফ্র্যাকচার আছে।’
তিনি যোগ করেন, ‘এমন ইনজুরি থেকে সের উঠতে ৩ সপ্তাহ লেগে যায়। তাই সঙ্গত কারণেই তিনি মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ও আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।’
@cricket97bd চোটে পড়ে জিম্বাবুয়ে সফর শেষ সোহানের, জানালেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সনি#Cricket #cricket97 #cricket97Videos #Sohan ♬ original sound – Cricket97
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
বাকি থাকা বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-
৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।