

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে নুরুল হাসান সোহানের দল।
আজও টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। স্বাগতিকরা নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
TOSS UPDATE: 🇿🇼 won the toss and elected to bat first in the second T20I against @BCBtigers at Harare Sports Club.#ZIMvBAN | #WaltonT20Series | #VisitZimbabwe pic.twitter.com/7xQNmvd9gW
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 31, 2022
বাংলাদেশ একাদশে এসেছে ২ পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ-
রেগিস চাকাবা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা শিভাঙ্গা।