

এশিয়া কাপের ১৫তম সংস্করণ মাঠে গড়াতে হাতে সময় এক মাসেরও কম। তবে এর মাঝেই দলগুলো চূড়ান্ত করবে তাদের স্কোয়াড। এশিয়া কাপের জন্য দল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ই আগস্ট পর্যন্ত।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন বলছে, আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণার সময়সীমা। ফলে এশিয়ার ক্রিকেট বোর্ডগুলোর হাতে সময় আছে কেবল এক সপ্তাহ। নির্ধারিত তারিখের মধ্যে ঘোষণা করতে হবে স্কোয়াড।
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপের এবারের আসর। ছয় দেশের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য দল বাছাই করতে সময়সীমা ঠিক করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
তবে এশিয়া কাপের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসন্ন ২০২২ এশিয়া কাপে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান সরাসরি খেলবে মূল পর্বে, সঙ্গে থাকবে একটি বাছাইপর্বের দল। এশিয়া কাপের জন্য বাছাইপর্বের ম্যাচ শুরু হবে ২১ আগস্ট শুরু হবে। হংকং, কুয়েত, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব-আমিরাত এই প্রতিযোগিতায় অংশ নেবে।
এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও আয়োজকের মর্যাদা থাকছে শ্রীলঙ্কা ক্রিকেটেরই।