

হারারে স্পোর্টস ক্লাবে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মুশফিক ছাড়া স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে নুরুল হাসান সোহানের দল।
প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।
TOSS UPDATE: 🇿🇼 captain Craig Ervine won the toss and elected to bat in the first T20I against @BCBtigers at Harare Sports Club.#ZIMvBAN | #WaltonT20Series | #VisitZimbabwe pic.twitter.com/mELByt5Rpm
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 30, 2022
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ-
রেগিস চাকাবা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা শিভাঙ্গা।