

সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ দল টি-টোয়েন্টি খেলতে গেছে জিম্বাবুয়েতে। এই সুযোগের সঙ্গে নিজেদের মোমেন্টাম কাজে লাগিয়ে লড়াই করতে প্রস্তুত স্বাগতিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটটাতে টানা ভুগছে বাংলাদেশ। নতুন কিছু বের করে আনতে তাই সিনিয়রদের দেওয়া হয়েছে বিশ্রাম। তারুণ্যনির্ভর এক দল নিয়েই সোহানরা লড়বে। আর এই সুযোগটা পুঁজি করেই সিরিজে এগিয়ে যেতে চায় জিম্বাবুয়ে।
অধিনায়ক ক্রেইগ আরভিন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দিয়ে গেলেন আশার সুর,
‘দেখুন, অবশ্যই আপনি যেমন বললেন বাংলাদেশ অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া এসেছে। আমার মনে হয় বুলাওয়েতে বাছাই পর্বে ভালো একটা সপ্তাহ কাটিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে মোমেন্টাম আছে এই সিরিজে। সাম্প্রতিক সময়ে তারা টি-টোয়েন্টিতে ভালো না। আমরা বুলাওয়ের মোমেন্টামটা এখানে নিয়ে আসতে চাই।’
২০ ওভারির সিরিজে জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত। ঘরের মাঠে তারা ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ‘বি’ এর চ্যাম্পিয়ন হয়েছে। আত্মবিশ্বাস সঙ্গে রেখে বাংলাদেশের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলতে চায় ক্রেইগ আরভিনের দল। অধিনায়কের বক্তব্য,
‘আমরা মানসিকতায় পরিবর্তন এনেছি টি-টোয়েন্টি খেলার। আমার মনে হয় অনেকেই সেটা বুলাওয়েতে দেখেছে, টি-টোয়েন্টি আমরা যেভাবে খেলেছি আগে আর বুলাওয়েতে যেভাবে খেললাম তাতে অনেক তফাৎ আছে। আমরা যদি ওই ইতিবাচক ও ভয়হীন ক্রিকেটটা খেলতে পারি, পরিসংখ্যানটা ধীরে ধীরে বদলাবে।’