

জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া অন্য এই মুহূর্তে অন্য কোন কিছুই ভাবতে চায় না বাংলাদেশ দল। এই সফরে টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে আসা নুরুল হাসান সোহান তার দল নিয়ে খুশি, এই সফরে শিখতে নয় বরং চ্যালেঞ্জ নিতেই তারা এসেছে।
রিয়াদ, সাকিব, মুশফিক ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াড। জাতীয় দলের জার্সিতে অধিনায়ক হিসেবে সোহানেরও প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। তরুণ দল নিয়েই অধিনায়ক সোহান লক্ষ্য রাখছেন সিরিজ জয়ে,
‘প্রথম আমি কোনো অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেয়ার জন্য সবাই খুব আগ্রহী। আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে। যদি বলেন হ্যাঁ, আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি। তাদের কন্ডিশনে তারা অবশ্যই ভালো দল। কিন্তু আমি আমার দল নিয়ে খুশি। ভালো একটা সিরিজ হবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন শীর্ষে থেকে শেষ করতে পারি।’
সিরিজ শুরুর আগে নিজেদের সেই ‘বাংলাদেশি ব্র্যান্ড’ এর স্মৃতিচারণ করলেন অধিনায়ক সোহান। ছয় মারার থেকে চারেই নিজেদের স্মার্ট প্রমাণ করতে চায় তারুণ্যনির্ভর এই দল।
অধিনায়ক নুরুল হাসান সোহানের কণ্ঠে,
‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের একটা ক্রিকেট খেলতে চাই। অনেক দল হয়তো পাওয়ার হিটিং খুব ভালো করে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি স্মার্ট ও সেন্সেবল থাকি। ওভার বাউন্ডারি থেকে বাউন্ডারি মারতে পারবো। এটা আমাদের নিজেদের একটা সুযোগ বা চাওয়া যেন আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাই।’