

সেঞ্চুরি পেলেন না রাইলি রুশো। তবে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে কামব্যাক করেছে দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে ২য় ম্যাচে তারা জয় পেয়েছে ৫৮ রানের ব্যবধানে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ২ হাফ সেঞ্চুরিতে ২০৭ রানের পাহাড় দাড় করায় দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন রুশো ও রিজা হেনড্রিক্স।
৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫৫ বলে ১০ চার ও ৫ ছয়ে অপরাজিত ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রুশো। হেনড্রিক্স করেন ৩২ বলে ৫৩ রান।
View this post on Instagram
মইন আলি, রিচার্ড গ্লিসন ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট পান ইংল্যান্ডের পক্ষে।
ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের সামনে যোগ্য জবাব দিতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। ১৪৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জনি বেয়ারস্টো সর্বোচ্চ ৩০ ও অধিনায়ক জস বাটলার ২৯ রান করেন।
তাবরাইজ শামসি ও আন্দিলে ফেলুকওয়ায়ো ৩টি করে উইকেট পান। এছাড়া লুঙ্গি এনগিডি নেন ২ উইকেট।
অবধারিতভাবে ম্যাচ সেরার পুরস্কার পান রাইলি রুশো।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ২০৭/৩ (২০), ডি কক ১৫, হেনড্রিক্স ৫৩, রুশো ৯৬*, ক্লাসেন ১৯, স্টাবস ১৫*; মইন ২-০-১৭-১, গ্লিসন ৩-০-৩৮-১, জর্ডান ৪-০-৪৩-১
ইংল্যান্ডঃ ১৪৯/১০ (১৬.৪), রয় ২০, বাটলার ২৯, মালান ৫, মইন ২৮, বেয়ারস্টো ৩০, স্যাম কারেন ২, লিভিংস্টোন ১৮, জর্ডান ৫, আদিল ৩, গ্লিসন ০, টপলি ১*; রাবাদা ৩-০-৩৫-১, এনগিডি ২.৪-০-১১-২, ফেলুকওয়ায়ো ৩-০-৩৯-৩, মহারাজ ৪-০-৩৭-১, শামসি ৪-০-২৭-৩
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৫৮ রানে জয়ী
ম্যাচ সেরাঃ রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)।