

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শিমরন হেটমেয়ার।
ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ জুলাই। এই সিরিজ শেষে কিউইদের বিপক্ষে ৩ টি ম্যাচ খেলবে তারা।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ৩ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।
যথারীতি সংক্ষিপ্ত সংষ্করণে ওয়েস্ট ইন্ডিজের নেতা হিসাবে থাকছেন নিকোলাস পুরান। রবম্যান পাওয়েল থাকছেন তার ডেপুটি হিসাবে। শামার ব্রুকস, কাইল মায়ের্স, ব্রেন্ডন কিংদের সঙ্গে ব্যাট হাতে ভারত ও নিউজিল্যান্ডকে কঠিন সময় উপহার দিতে থাকছেন হেটমেয়ারও।
🚨 Breaking News🚨 Today CWI named 16 players for the upcoming Goldmedal T20I Cup, powered by Kent Water Purifiers against India.
Squad Details⬇️ https://t.co/MZiH0SakKE
— Windies Cricket (@windiescricket) July 28, 2022
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজরা। প্রথম দুই ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও শেষ ম্যাচে হেরেছে বাজেভাবেই।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড-
নিকোলাস পুরান (অধিনায়ক), রবম্যান পাওয়েল (সহ অধিনায়ক), শামার ব্রুকস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।