

দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্পেশালিস্ট কলিন মুনরো পাকিস্তান জুনিয়র লিগে মেন্টর হিসাবে থাকবেন। ৬ দলের অংশগ্রহণে পাকিস্তান জুনিয়র লিগের প্রথম আসরে এই দুই ক্রিকেটারের মেন্টরশিপের তথ্য আজ নিশ্চিত করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক মেন্টর হিসাবে নাম লিখিয়েছিলেন। পিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে সেই তালিকায় যুক্ত হয়েছে ইমরান তাহির ও কলিন মুনরোর নাম।
Welcome onboard, @manuz05 & @ImranTahirSA 👋🏼
Read more: https://t.co/blwYtzItJf #Next11 l #PJL pic.twitter.com/9ZchF1sPwU
— Pakistan Junior League (@ThePJLofficial) July 29, 2022
৬ দলের ৫ টিতেই মেন্টর নিশ্চিত হয়েছে। বাকি থাকা দলে মেন্টর কে হবেন তা শীঘ্রয়ই জানিয়ে দিবে পিসিবি।
এছাড়া পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াদাদ থাকবেন এই গোটা টুর্নামেন্টের মেন্টর হিসাবে। সবকটি দল ও ক্রিকেটারদের সাহায্যে কাজ করবেন তিনি।
Imran and Munro confirmed as Pakistan Junior League team mentors
Read more: https://t.co/pLQQO3y91b#Next11 #PJL
— PCB Media (@TheRealPCBMedia) July 29, 2022
আন্তর্জাতিক ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির পাকিস্তানের হয়ে খেলেছেন ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০০৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান, আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন ২০১১ থেকে। প্রোটিয়াদের হয়ে ২০ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৭, ১৭৩ ও ৬৩ টি। পিএসএলে তিনি খেলেছেন মুলতান সুলতান্সের হয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি ও ১১ ফিফটির মালিক কলিন মুনরো নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৫৭ ওয়ানডেও, রান করেছেন ১২৭১। ২০১৯ পিএসএলে তিনি খেলেন করাচি কিংসের হয়ে। ২০২০ থেকে খেলেন ইসলামাবাদ ইউনাইটেডে।