

২০১৯ সালের পর বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম ফিরছে। আগামীকাল (২৯ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন ‘এ’ দল। অধিনায়কের ভাবনায় কেবল অভিজ্ঞতা অর্জন, যা কাজে লাগবে জাতীয় দলের ভবিষ্যত সফরেও।
জাতীয় দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজে খুব বেশি সফর করে না বাংলাদেশের অন্য কোনো দল। জাতীয় দলের ক্রিকেটাররা অমন বিরুদ্ধ কন্ডিশনে গিয়েও খাপ খাওয়াতে কষ্ট করে। মিঠুনের বিশ্বাস ‘এ’ দলের সফর দিয়ে তারা কিছুটা হলেও বাড়তি ধারণা নিতে পারবেন।
আজ (২৮ জুলাই) মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মিঠুন।
সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পুরো জীবনটাই তো একটা অভিজ্ঞতা। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, অভিজ্ঞতা কাকে বলে- খেলতে খেলতে একটা সময় গিয়ে আপনি অভিজ্ঞ হবেন।’
‘আমরা আলাদা একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজে তো খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই না, আন্তর্জাতিকও না, এ টিম বা অন্য সেক্টর তো বাদই দিলাম।’
ব্যাটার-বোলারদের জন্য ধারণা পাওয়ার মঞ্চ হতে পারে এই সফর উল্লেখ করে ৩১ বছর বয়সী মিঠুন যোগ করেন, ‘তো ওখানে যদি আমরা খেলতে পারি, ওই কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া হবে সফল হতে হলে কী করতে হবে। এটা ব্যাটার বা বোলার সবার ক্ষেত্রে।’
‘বোলারের লেন্থ কোনটা, ব্যাটারের খেলার ওয়ে কোনটা। এইগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা। পরে যদি কখনও ওখানে সুযোগ হয় ব্যাক অব দ্য মাইন্ড থাকবে।’
উল্লেখ্য, এই সফরে দুইটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৪ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে।