

আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাংকিংয়ে চোখে পড়ার মত উন্নতি হয়েছে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক, শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়াদের। গলে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে পারফর্ম করে ফল পেয়েছেন তারা।
দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন আব্দুল্লাহ শফিক। প্রথম ৬ টেস্টে ৭২০ রান করে আব্দুল্লাহ শফিক এগিয়েছেন ২৩ ধাপ। ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। এর আগে প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রেটিং ধারী ব্যাটার ছিলেন সাঈদ আহমেদ (৬১৪)। ৬ টেস্ট পর কেবল ভারতের সুনীল গাভাস্কার (৬৯২) ও অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের (৬৮৭) শফিকের চেয়ে বেশি রেটিং পয়েন্ট ছিল।
শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া প্রথম দুই টেস্টে ২১ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে আছেন ৪৪ নম্বরে। ২ টেস্ট শেষে ৪র্থ সর্বোচ্চ রেটিং এখন জয়সুরিয়ার (৪৮১)। তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট ছিল (প্রথম ২ টেস্ট শেষে) কেবল নরেন্দ্র হিরওয়ানি (৫১৯), অ্যালেক বেডসার (৫০০) ও বব ম্যাসির (৪৯৪)।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম গলে প্রথম ইনিংসে ১১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৫৫ রান। তাতে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। বাবর আজমের রেটিং পয়েন্ট এখন ৮৭৪, তার ক্যারিয়ার সেরা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে থাকা বাবর আজমই একমাত্র ব্যাটার যিনি সব ফরম্যাটেই সেরা দশে আছেন।
বাবর-শফিকের সতীর্থ পেসার শাহীন শাহ আফ্রিদি এগিয়েছেন। ৪ উইকেট নেওয়া শাহীন ১ ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ৩ নম্বরে। ১ ধাপ করে এগিয়েছেন হাসান আলি ও ইয়াসির শাহও। হাসান আলি আছেন ১৩ ও ইয়াসির শাহ আছেন ৩২ নম্বরে।
শ্রীলঙ্কার ফর্মে তুঙ্গে থাকা দীনেশ চান্দিমাল ১১ ধাপ এগিয়ে আছেন ১৮ নম্বরে। গলে প্রথম টেস্টে তিনি করেন ৭৬ ও অপরাজিত ৯৪ রান। কুশল মেন্ডিস এগিয়েছেন ২ ধাপ, আছেন ৪৭ নম্বরে। ১১ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে আছেন ওপেনার ওশাদা ফার্নান্দো।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টেস্ট)-
১. জো রুট (ইংল্যান্ড)- ৯২৩
২. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৮৫
৩. বাবর আজম (পাকিস্তান)- ৮৭৪
৪. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৪৮
৫. রিশাব পান্ট (ভারত)- ৮০১
৬. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৮৬
৭. উসমান খাজা (অস্ট্রেলিয়া)- ৭৬৬
৮. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ৭৪৬
৯. রোহিত শর্মা (ভারত)- ৭৪৬
১০. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৪২
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টেস্ট)-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৮৯১
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৪২
৩. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮৩৬
৪. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৮২৮
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮১৮
৬. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮১১
৭. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৮৮
৮. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৫৬
৯. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৭৪৭
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৩৯
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-
১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৪
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৩৫
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩২৮
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩২৩
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩০৯।