

এমনিতে সব ফরম্যাটেই সুযোগ পাওয়া ক্রিকেটারের সংখ্যা খুব একটা বেশি নয়। তবে যারাই এই তালিকায় আছেন তাদের জন্য সব একসাথে চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।
তিন ফরম্যাটই এক ক্রিকেটারের পক্ষে খেলা কঠিন বললেও ডি কক ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন নন।
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে অপরাজিত ৯২ রান করেছিলেন ডি কক।
View this post on Instagram
ম্যাচ শেষে তিন ফরম্যাট একসাথে খেলা নিয়ে ডি কক বলেন, ‘এটা ক্রিকেটারদের জন্য কঠিন হতে চলেছে। তিন ফরম্যাট… এটা অনেক বেশি। সূচি দেখলে দেখবেন খেলা অনেক বেড়েছে।’
২৯ বছর বয়সী ডি কক বলেন, ‘ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা (একসাথে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট) চালিয়ে যেতে পারবে কিনা। সবার সিদ্ধান্ত নিজেরই নিতে হবে, আমি যেমন আছি তাতে আমি খুশি।’
বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবার পর থেকে আলোচনার টেবিলে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত। কুইন্টন ডি কক অবশ্য বলছেন ঠিক পথেই আছে এই ফরম্যাট।
‘ওয়ানডে ঠিকঠাক চলছে। এটার ভবিষ্যত আছে এবং আমাদের অনেকেই ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চায়।’