

আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি তিন দিনের ম্যাচ খেলতে ভারত সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ভারতের গৌহাটিতে প্রথম ম্যাচ শুরু আগামী ২৮ জুলাই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচির সঙ্গে স্কোয়াডও দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডের সঙ্গে সফরে আছে ৪ জন স্ট্যান্ডবাই ক্রিকেটার।
আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ২৬ ও ২৭ জুলাই অনুশীলন করে ২৮ জুলাই নামবে মাঠের লড়াইয়ে। দ্বিতীয় তিন দিনের ম্যাচ শুরু হবে ৩ আগস্ট থেকে। এরপর ৮, ১১ এবং ১৩ আগস্ট গড়াবে ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের কিশোররা এই সফরের ম্যাচ গুলো খেলবে আসামের গৌহাটির এসিএ স্টেডিয়াম ও আমিনগাও ক্রিকেট গ্রাউন্ডে।
ভারত সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের স্কোয়াডঃ
জাওয়াদ আবরার, মোঃ আজিজুল হাকিম তামিম, মোঃ হাসানুজ্জামান তুর্য, কালাম সিদ্দীকি অ্যালেন, মোঃ আবদুল্লাহ (উইকেটকিপার), দেবাশিষ সরকার দেবা, মোঃ সামিউন বাসির রাতুল, তাফসির আরাফাত তাসিব, সাদ ইসলাম রাজিন, মোঃ রুবে ইসলাম রিজন, শেখ ইমতিয়াজ শিহাব, মোঃ ফারহান শাহরিয়ার, মোঃ আল ফাহাদ, মিনহাজুল ইসলাম (উইকেটকিপার), মুবিন আহমেদ দিশান এবং সানজিদ মজুমদার।
স্ট্যান্ডবাই- মোঃ কায়েস রহমান লাবিব, মাজহারুল হক মাজেদ, তানভীর হোসাইন তামিম, মোঃ হোসাইন, মোঃ রাহুল হোসেন।