

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩য় ও শেষ ওয়ানডে। ১-১ ব্যবধানে অমীমাংসিত থাকলো দুই দলের ওয়ানডে সিরিজ। ১ম ম্যাচে প্রোটিয়ারা ৬২ রানে জয় পেলেও ২য় ম্যাচে ১১৮ রানে জিতে সমতা আনে ইংলিশরা।
লিডসে এদিন টসে জিতে আগে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন ওপেনার কুইন্টন ডি কক। আরেক ওপেনার ইয়ানেমান মালানকে (১১) দ্রুত হারালেও দলের রানের চাকা সচল রাখেন ডি কক।
রাসি ভ্যান ডার ডুসেনের সাথে ২য় উইকেটে ৭৫ রানের জুটি হয় ডি ককের। ডুসেন ২৬ রান করেন। এইডেন মার্করামের সাথে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডি কক।
২ উইকেটে ১৫৯ রানের থাকার সময় বৃষ্টির কারণে বল পরে আর মাঠে গড়ায়নি। ফলে জয় পরাজয় ছাড়াই নিষ্পত্তি হয় এই ম্যাচের। ৭৬ বলে ১৩ চারের সমন্বয়ে অপরাজিত ৯২ রান করেন ডি কক। মার্করাম ২৪ রানে অপরাজিত থাকেন।
ইংলিশদের পক্ষে ডেভিড উইলি ও আদিল রশিদ ১টি করে উইকেট পান।
সিরিজ সেরা হয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ১৫৯/২ (২৭.৪), মালান ১১, ডি কক ৯২*, ডুসেন ২৬, মার্করাম ২৪*; উইলি ৪-১-১৯-১, আদিল ৬-০-৩৬-১
ফলাফলঃ ম্যাচ পরিত্যক্ত, সিরিজ ১-১ এ সমতা
সিরিজ সেরাঃ রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।