

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। তিন ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া সোহান জানালেন নিজের লক্ষ্যের কথা। গর্ব অনুভব করলেও অতি রোমাঞ্চিত নন, দল হিসেবে খেলতে চান ভয়ডরহীন ক্রিকেট।
জিম্বাবুয়ে সফরের উদ্দেশে বাংলাদেশ দল রওয়ানা দিবে আগামীকাল (২৫ জুলাই) রাতে। সফরে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ জুলাই।
তার আগে আজ (২৪ জুলাই) মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন টি-টোয়েন্টি কাপ্তান সোহান।
আপাতত মাত্র এক সিরিজের জন্য অধিনায়কত্ব পাওয়া সোহান লক্ষ্য জানাতে গিয়ে বলেন, ‘আমার কাছে মূল যে জিনিসটা মনে হয় যে ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যাতে এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রসেসটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয় ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’
খুব রোমাঞ্চিত না হলেও গর্বিত সোহান যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য।’
‘এটা নিয়ে বেশি চিন্তা করারো কিছু নাই। আমি নরমাল থাকারই চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার তবে এক্সাইটমেন্টের কিছু নাই। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আবার জন্য, যেটা আমি উপভোগ করতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই অধিনায়কত্ব করেন সোহান। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল হিসেবে খেলার মন্ত্র এই উইকেট রক্ষক ব্যাটারের।
তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি।’
‘দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’