

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। নতুন দায়িত্ব পেয়ে কথা বলেছেন সিনিয়র ক্রিকেটারদের সাথে। বিশেষ কোনো টোটকা না দিলেও বার্তা দিয়েছেন স্বাভাবিক ও সহজাত থাকার।
মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে তার সাথে আলাপ করেই সোহানকে অধিনায়ক করে বিসিবি। নতুন কাপ্তান সোহানের সাথে এরপর কথা বলেন রিয়াদ সহ অন্য সিনিয়র ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে সফরের আগে আজ (২৪ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন সোহান। সেখানেই সিনিয়রদের সাথে আলাপ নিয়ে জানান এই উইকেট রক্ষক ব্যাটার।
তার ভাষায়, ‘সবার সঙ্গেই কথা হয়েছে। রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই; মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। সবার সঙ্গেই কথা হয়েছে। পরামর্শ আসলে স্বাভাবিকভাবে যেভাবে কথা হয়, এইটাই। খুব বেশি ওরকম কিছু না।’
‘সবকিছুই সিম্পল জিনিসটা তাদের কাছ থেকে, অনেক বছর একসঙ্গে খেলেছি। যেটা বললাম তাদের যে অভিজ্ঞতা আছে। সবার অধীনেই খেলা হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে জিনিসটা নিজের ১০০% দেওয়ার চেষ্টা করব।’
ক্রিকেট পাড়ায় বেশ প্রচলিত যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে সোহানের বেশ ঘনিষ্ঠতা। সোহানের অধিনায়কত্ব পাওয়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি।
তার সাথে নেতৃত্ব নিয়ে আলাদা কোনো কথা হয়েছে সোহানের?
এমন প্রশ্নের জবাবে উত্তর দেন, ‘এমনি যেটা বললাম, সবার সঙ্গে কথা হয়েছে। নরমাল যে কথাগুলো হয়, এগুলোই। বিশেষ কিছু না। নরমাল যেভাবে কথা হয়, ওরকমই। আর আমার কাছে মনে হয় যেটা, আমি চিন্তা করতেছি জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই।’
‘আমি নরমাল যেরকম, ওই ওয়েতে থাকার চেষ্টা করছি। যেটা বললাম, এটা অবশ্যই গর্বের বিষয়। কিন্তু উত্তেজনার কিছু নাই। অবশ্যই একটা চ্যালেঞ্জ, সেটা উপভোগ করতে চাই।’