

লেইচেস্টারের আপটনস্টিল কাউন্টি গ্রাউন্ডে লেইসেটারশায়ারের বিপক্ষে ম্যাচে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন গ্ল্যামরগানের স্যাম নর্থইস্ট। গ্ল্যামরগানের হয়ে প্রথম ব্যাটার হিসাবে ৪০০ রানের গন্ডি পার করেন তিনি।
প্রথম ইনিংসে লেইচেস্টারশায়ার থামে ৫৮৪ রান করে। জবাবে নর্থইস্টের অপরাজিত ৪১০ রানে ভর করে ৫ উইকেটে ৭৯৫ রান করে ইনিংস ঘোষণা করে গ্ল্যামরগান। দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে লেইচেস্টারশায়ার গুটিয়ে গেলে ইনিংস ও ও ২৮ রানে জেতে গ্ল্যামরগান।
এই জয়ে কাউন্টির ডিভিশন ২ এ ২ নম্বর অবস্থানে উঠে এলো গ্ল্যামরগান। ৪১০* রান করে নর্থইস্ট উঠে এলেন ব্রায়ান লারা, আর্কিই ম্যাকলারেন ও গ্রায়েম হিকদের সঙ্গে যোগ দিলেন ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে ৪০০ বা তার বেশি রান করা ক্রিকেটারের তালিকায়।
𝗙𝗢𝗨𝗥 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗!
Sam Northeast becomes the first Glamorgan player ever to reach 4⃣0⃣0⃣ 👏
𝐒𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥. It also brings up the 450 partnership! 🤯
𝗪𝗮𝘁𝗰𝗵 𝗹𝗶𝘃𝗲: https://t.co/F3GGp6mm3i#LEIvGLAM | #GoGlam pic.twitter.com/DFrFk15QUW
— Glamorgan Cricket 🏏 (@GlamCricket) July 23, 2022
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৪০০ এর বেশি রান করা ৯ম ব্যাটার নর্থইস্ট। ১৯৯৪ সালে ৫০১* রানের ইনিংস খেলা ব্রায়ান চার্লস লারা তো এই কীর্তি গড়েছেন আরও একবার (২০০৪ সালে ৪০০* রান)।
ব্রায়ান লারার মত বিল পন্সফোর্ডেরো ৪০০ রানের ইনিংস আছে দুইটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান (৪০০ ক্লাব)-
ব্রায়ান লারা- ৫০১*
হানিফ মোহাম্মদ- ৪৯৯
স্যার ডন ব্র্যাডম্যান- ৪৫২*
ভাউসাহেব নিম্বালকার- ৪৪৩*
বিল পন্সফোর্ড- ৪৩৭
বিল পন্সফোর্ড- ৪২৯
আফতাব বেলুচ- ৪২৮
আর্কি ম্যাকলারেন- ৪২৪
স্যাম নর্থইস্ট- ৪১০*
গ্রায়েম হিক- ৪০৫*
ব্রায়ান লারা- ৪০০*।