

আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের হাফ সেঞ্চুরিতে শেষ ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছে ব্ল্যাকক্যাপসরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং ও মার্ক অ্যাডায়ারের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৭৪ রান করেছে আয়ারল্যান্ড। ২৯ বলে সর্বোচ্চ ৪০ রান করেন স্টার্লিং। মাত্র ১৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন অ্যাডায়ার।
নিউজিল্যান্ডের পক্ষে ব্লেয়ার টিকনার ও ইশ সোধি ২টি করে উইকেট পান।
জবাবে ফিলিপস ও ড্যারিল মিচেলের কল্যাণে ১ ওভার বাকি থাকতে জয় পেয়ে যায় ব্ল্যাকক্যাপসরা। ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌছান ফিলিপস। মিচেল ৪৮ ও নিশাম অপরাজিত ২৩ রান করেন।
জশ লিটল ২ উইকেট নেন।
ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন গ্লেন ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১৭৪/৬ (২০), স্টার্লিং ৪০, বালবার্নি ১০, টাকার ২৮, টেক্টর ২৩, ডেলানি ২, ডকরেল ১০, ক্যামফার ১৯*, অ্যাডায়ার ৩৭*; ডাফি ৪-০-৪৭-২, টিকনার ৪-০-৩৫-২, সোধি ৪-০-২৭-২, মিচেল ১-০-৬-১
নিউজিল্যান্ডঃ ১৮০/৪ (১৯), গাপটিল ২৫, অ্যালেন ১৪, ক্লিভার ৫, ফিলিপস ৫৬*, মিচেল ৪৪, নিশাম ২৩*; ইয়াং ৪-০-৪৯-১, লিটল ৪-০-৩৩-২, ডকরেল ২-০-১৩-১
ফলাফলঃ নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা ও সিরিজ সেরাঃ গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।