

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন দুই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দলের নির্বাচকরা। টি-টোয়েন্টি স্কোয়াডে ১৫ ও ওয়ানডে স্কোয়াডে ১৬ জন জায়গা পেয়েছেন।
সাকিব আল হাসান ছুটি নিয়ে রেখেছিলেন আগেই। জিম্বাবুয়ে সিরিজে তাই তাকে ছাড়াই দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের।
তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এই ফরম্যাটে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তাই পঞ্চপান্ডবের কাউকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ।
মুশফিক ও মাহমুদউল্লাহ অবশ্য আছেন ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে, যেখানে অধিনায়ক যথারীতি তামিম ইকবাল।
টি-টোয়েন্টি স্কোয়াডে আনক্যাপড বলতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। এছাড়া দুই ফরম্যাটের স্কোয়াডেই ফিরেছেন পেসার হাসান মাহমুদ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।