

ফিটনেস ইস্যুতে বরাবরই প্রশ্নবিদ্ধ লোকেশ রাহুল। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটারের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের ফিটনেসের প্রমাণ দেবার। তবে সে সুযোগ আপাতত হচ্ছে না, বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।
লোকেশ রাহুলের করোনা পজিটিভ হবার খবর নিশ্চিত করেছেন বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে নাম ছিল লোকেশ রাহুলের। সেটাও ফিটনেস টেস্টে উতরে যাওয়া সাপেক্ষে। ব্যাঙ্গালোর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে লোকেশ রাহুল ফিটনেসে উতরে গেছিলেন তবে করোনা তাকে একরকম ছিটকে দিল বলা চলে।
আবারও করোনা নেগেটিভ হয়ে ফিটনেস টেস্ট দিয়ে ক্যারিবিয়ান ফ্লাইট ধরার উইন্ডো পাবার সম্ভাবনা নেই বললেই চলে।
সেকারণে লোকেশ রাহুলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হতে পারে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে।
লোকেশ রাহুলের মত কুলদ্বীপ যাদবের উইন্ডিজ যাত্রা ঝুলে ছিল ফিটনেস টেস্টের ওপর। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি।