

আবুধাবি টি-টেন টুর্নামেন্টের এবারের আসরে আবারও কোচ হয়ে ফিরছেন আফতাব আহমেদ। তার দল বাংলা টাইগার্সে আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকেও দেখা যেতে পারে।
বাংলাদেশী মালিকানাধীন দলটির প্রথম আসরে প্রধান কোচ হিসেবে কাজ করেন সাবেক টাইগার ক্রিকেটার আফতাব আহমেদ। সাপোর্ট স্টাফেও ছিল বাংলাদেশীদের আধিপত্য। দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিমউদ্দিনদের।
তবে গত আসরে তাদের ছাড়াই আরব আমিরাতে মাঠ মাতিয়েছে বাংলা টাইগার্স।
নভেম্বরে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টের ষষ্ঠ আসরে অবশ্য আবারও আফতাবকে কোচ করা হচ্ছে। এর আগে জাতীয় দলের ব্যস্ততায় বাংলাদেশী ক্রিকেটারদের খুব একটা পায়নি বাংলা টাইগার্স।
এবার জাতীয় দলের ক্রিকেটারদের ভেড়াতে সচেষ্ট দলটি। সে ক্ষেত্রে আইকন হিসেবে সাকিবেই নজর তাদের। দুই পক্ষের মৌখিক আলাপ আলোচনাও হয়েছে। ‘ক্রিকেট৯৭’ কে নিশ্চিত করেছে দলের একটি সূত্র।
কিন্তু অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বাংলাদেশ সফর বলে পুরো আসরে তাকে নাও পেতে পারে বাংলা টাইগার্স। সে ক্ষেত্রে অন্তত দুই-এক ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ অলরাউন্ডারের।
টি-টেন লিগে এর আগে একবারই খেলেছেন সাকিব, প্রথম আসরে। কেরালা কিংসের হয়ে সেবার শিরোপা জিতেছেন তিনি।
এদিকে আফতাবের সাথে দেশের অন্যতম গুণী ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকেও যুক্ত করতে যাচ্ছে দলটি। টুর্নামেন্টে নিজেদের প্রথম আসরের মতো এবারও তার ভূমিকা হবে মেন্টর।
নিজেদের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফতাব ও ফাহিম দুজনেই।
উল্লেখ্য, আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।