

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামার আগে লঙ্কান শিবিরে সুখবরের সঙ্গে মিলল দুঃসংবাদও। কোভিড কাটিয়ে ব্যাটার পাথুম নিসাঙ্কা ফের যোগ দিয়েছেন স্কোয়াডে। অন্যদিকে, ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন মাহেশ থিকশানা।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে, দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডের সর্বশেষ অবস্থা। দলে ফিরলেন ব্যাটার পাথুম নিসাঙ্কার, একাদশে ফিরে আসার সুযোগ রয়েছে।
🔴 #SLvPAK Test Series: Team Updates
-Pathum Nissanka will be rejoining the team.
-Maheesh Theekshana was released from the squad owing to an injury, the player sustained on one of his fingers (Right Hand).
-In place of Theekshana, Lakshitha Manasinghe comes into the squad. pic.twitter.com/7DxDz5atSd— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 21, 2022
মাহেশ থিকশানা ডান হাতের আঙুলে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন। তবে থিকশানের জায়গায় দলে ডাক পেয়েছেন লক্ষীতা মানসিংহে। গল টেস্টের প্রথম ইনিংসে ২টি উইকেট শিকার করলেও থিকশানা ২য় ইনিংসে থাকেন উইকেটশূন্য।
আগামী ২৪শে জুলাই কলম্বোতে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওপেনার আবদুল্লাহ শফিকের বীরত্বে গল টেস্টে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে আছে সফরকারী দল।
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবাথ জয়সুরিয়া, দুনিথ ওয়েললাগে, জেফরি ভ্যান্ডারসে এবং লক্ষীতা মানসিংহে।