

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের উপস্থিতিতে ভালো কিছু অর্জনে নজর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের মাঝপথে অধিনায়ক তামিমই জানিয়েছিলেন তিনি সহ দলের সবচেয়ে সিনিয়র চার ক্রিকেটারের শেষ বিশ্বকাপ হতে পারে ২০২৩ বিশ্বকাপ। এরপর থেকেই এ নিয়ে আলোচনার অন্ত নেই।
আজ (২০ জুলাই) দেশে ফেরা বাংলাদেশ দলের একাংশের প্রতিনিধি মিরাজকে বিমানবন্দরে এ নিয়ে প্রশ্নের সম্মুখীনও হতে হয়। সিনিয়রদের জন্য আগামী বিশ্বকাপে বাড়তি কিছু করার তাড়না আছে কীনা বাংলাদেশের?
জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই আমাদের সবারই দায়িত্ব। আমরা বিশ্বকাপে ভালো করলে আমাদের নিজেদের জন্য ও দেশের জন্যও ভালো হবে। তারা থাকতে বড় একটা অর্জনের চেষ্টা করবো। তবে এটাতো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব।’
‘কিন্তু আমরা চেষ্টা করতে পারি। আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যায় সেই পথটা আমরা বের করতে পারি। কিন্তু এটাতো ভাগ্যের উপর, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। তবে ইন শা আল্লাহ আমরা চেষ্টা করবো।’
বিশ্বকাপ সামনে রেখে যে প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ তাতে দারুণ আশাবাদী মিরাজ, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো আর এক বছর দুই-তিন মাস আছে। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি এবং যে পথে আছি এই প্রক্রিয়ায় এগোলে সামনের বিশ্বকাপটা আরও ভালো হবে। প্রায় সবাই অভিজ্ঞ খেলোয়াড় হবে (এই বিশ্বকাপে)।’
‘তামিম ভাই থাকবে, সাকিব ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই আছে। তারা তো অনেক অভিজ্ঞ। এর পাশাপাশি মুস্তাফিজ একটা বিশ্বকাপ খেলেছে, আমি খেলেছি, লিটন দা খেলেছে। প্রায় সবাই আমরা যারা আছি তাদেরও আন্তর্জাতিক ক্যারিয়ার পাঁচ বছরের…মোটামুটি ভালো একটা অভিজ্ঞ দল নিয়ে আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবো।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন কীনা এমন প্রশ্নের জবাবে জানান, ‘অবশ্যই আমরা স্বপ্ন তো প্রতিনিয়তই দেখি। আমরাতো স্বপ্ন দেখি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব। স্বপ্ন দেখা যদি শেষ হয়ে যায় তাহলে তো ছুঁতে পারবো না।’