

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজের পর সীমিত ওভারের ক্রিকেট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। চলতি মাসের শেষেই টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।
আজ (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩০ জুলাই, ৩১ জুলাই ও ২ আগস্ট মাঠে গড়াবে ৩ টি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।
একই ভেন্যুতে ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ৩ টি ওয়ানডে। সবগুলো ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১ টা ১৫ তে।
এই সিরিজ দিয়ে নেতৃত্বে বদল আসতে চলেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। নেতৃত্ব তো বটেই, ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণে দল থেকে জায়গাও হারাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিকেট পাড়ায় গুঞ্জন বেশ জোরেশোরেই, টেস্টের মত টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের অধিনায়ক হতে চলেছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নেওয়া সাকিব তার টি-টোয়েন্টি নেতৃত্ব শুরু করতে চান এশিয়া কাপ দিয়ে। সেক্ষেত্রে জিম্বাবুয়েতে বাংলাদেশকে ২০ ওভারি ক্রিকেটে নেতৃত্ব দিতে পারেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
View this post on Instagram
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।